Sunday, August 24, 2025

ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট, দ্বিতীয় দিনের শেষে ৩০৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া

Date:

Share post:

ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দ্বিতিয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ৮১ । ৩০৮ রানে এগিয়ে রোহিত শর্মার দল। দ্বিতীয় দিন সকালে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৪৯ রানে। ২২৭ রানের লিড পায় টিম ইন্ডিয়া।

গতকাল চেন্নাইয়ে ক্রিজে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু করেন ভারতের দুই অলরাউন্ডার। তবে অশ্বিন বা জাদেজা বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১১৩ রানে শেষ হয় অশ্বিনের ইনিংস। জাদেজা আউট হন ৮৬ রানে। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন শাকিব আল হাসান। ২৭ রান করেন মেহদি হাসান মির্জা। ২২ রান করেন লিটন দাস। ২০ রান করেন অধিনায়ক শান্ত। ভারতের হয়ে ৪ উইকেট যশপ্রীত বুমরাহ-এর। দুটি করে উইকেট আকাশদীপ, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ সিরাজের। প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পায় টিম ইন্ডিয়া।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারতীয় দল। আর শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ১০ রানে আউট হন যশস্বী জসওয়াল। ৫ রানে আউট রোহিত শর্মা। এদিনও ব্যাট হাতে ব্যর্থ তিনি। ব্যর্থ বিরাট কোহলিও । ১৭ রান করেন তিনি। ভারতের হয়ে ক্রিজে আছেন শুভমন গিল এবং ঋষভ পন্থ। ১২ রানে অপরাজিত পন্থ। ৩৩ রানে অপরাজিত গিল। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট তাস্কিন আহমেদ , রানা এবং মেহদির। দিনের শেষে ৩০৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেই নজির বুমরাহ-এর, কি রেকর্ড গড়লেন তিনি ?

 


spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...