এমারজেন্সিতে কাজে ফিরলেন ৫০ শতাংশ জুনিয়র ডাক্তার, ওপিডিতে যোগ নয় এখনই

৪২ দিন ধরে ধর্না- কর্মবিরতির পর অবশেষে কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা (WBJDF)। যদিও সম্পূর্ণভাবে পরিষেবা দেবেন না এ কথা আগেই জানিয়েছিলেন আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা। সেই মতো মাত্র ৫০ শতাংশ ডাক্তার এমার্জেন্সিতে কাজে যোগ দিলেও, ওপিডিতে তাঁদের দেখা মিলছে না। কলকাতা থেকে জেলা সর্বত্রই একই ছবি।

গত ৯ অগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College and Hospital)মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনার পর থেকে কর্মবিরতি পালন করছিল WBJDF। দফায় দফায় রাজ্য সরকারের (Government of West Bengal) সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার জেনারেল বডি মিটিংয়ের (GB meeting) পর আন্দোলনকারীরা জানান, তাঁরা কর্মবিরতি আংশিক তুলছেন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত ন্যায় বিচারের দাবিতে মিছিলের পর যে যার নিজের কলেজে ফিরে যান আন্দোলনরত চিকিৎসকরা। আজ থেকে ধাপে ধাপে কাজে ফিরছেন তাঁরা। যদিও বিক্ষোভরত চিকিৎসকরা হুশিয়ারি দিয়ে রেখেছেন যে আগামী ২৭ তারিখ সুপ্রিম সুনানির দিকে তাঁদের নজর থাকবে এবং প্রয়োজনে তাঁরা পুনরায় কর্ম বিরতির পথে হাঁটতেও পারেন।


Previous articleআবহাওয়ার খেলা বদল! এক নয়, শক্তি বাড়াচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত
Next articleডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, ক্ষতিগ্রস্ত এলাকার ভিডিওগ্রাফি শুরু