কলেজের মহিলা শিক্ষক-শিক্ষাকর্মীর বদলিতে নতুন বিজ্ঞপ্তি, মহিলাদের পাশেই সরকার

কর্মক্ষেত্রে মহিলা নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৭-র আইনে কলেজ শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির ক্ষেত্রে নতুন নির্দেশিকা রাজ্য সরকারের (State Government)। কলেজের মহিলা শিক্ষক ও শিক্ষাকর্মীর বদলিতে সুরাহা করতে সম্প্রতি বিকাশ ভবনের তরফে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বিজ্ঞপ্তি অনুসারে কলেজের (College) শিক্ষিকা বা মহিলা শিক্ষকর্মীর স্বামী মারা গেলে বা স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ডির্ভোস নিলে স্পেশাল গ্রাইন্ডে বদলির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি মহিলাদের বদলির ক্ষেত্রে সন্তান পালনের বিষয়টিও বিবেচ্য বলে বিকাশ ভবন থেকে উচ্চশিক্ষা দফতরে নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। কঠিন অসুখের বদলির আবেদনের জন্য ক্যান্সার, হার্ট ডিজিজ, থ্যালাসেমিয়া সঙ্গে সিরিয়াস গাইনোকোলজিক্যাল ডিজঅর্ডারকে সংযোজন করা হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে।আরজি কর আবহে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার (State Government)। নাইট ডিউটির অব্যহতির প্রচেষ্টার পাশাপাশি এডুকেশন গ্রাউন্ডে মহিলা শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য এমন চিন্তা তারই প্রতিফলন। তাই স্বাভাবিক ভাবে খুশি বিভিন্ন কলেজের শিক্ষকারা। এ বিষয়ে এক কলেজের অধ্যক্ষ জানান “এতদিন বদলির শর্তগুলি এতটা স্পষ্ট ছিল না। এবার তা স্পষ্ট হওয়ায় বদলির আবেদনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে।“ শাসকদলের অধ্যাপক সংগঠনের ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল মন্তব্য করেন, “সরকার সকলের কথা মাথায় রেখেই আইন প্রণয়ন করে। যেমন ফিডব্যাক এসেছিল তার ভিত্তিতেই এই বিজ্ঞপ্তি।“









Previous articleবন্যা বিপর্যস্ত পাশকুড়া, পরিদর্শনে গিয়ে অধিকারিক ও স্থানীয়দের সঙ্গে কথা কুণাল-দেবাংশুর
Next articleবাংলাদেশের বিরুদ্ধে নেই রান কোহলির, বিরাটকে উপদেশ শাস্ত্রীর