কলকাতা হাইকোর্টেও এবার শ্লীলতাহানি! হাইকোর্টের এক মহিলা আইনজীবীকে শ্লীলতাহানির অভিযোগ চতুর্থ শ্রেনীর এক কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা আইনজীবী। অভিযুক্ত এক বিচারপতির বেঞ্চ ক্লার্ক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই মহিলা আইনজীবীর অভিযোগ, সকাল ১১টা নাগাদ হাইকোর্টের সি ব্লিল্ডিংয়ে লিফটে একা থাকার সুযোগ নিয়ে শ্লীলতাহানি করেন ওই চতুর্থ শ্রেনীর কর্মী। এরপর হাইকোর্টের অন্য আইনজীবী খবর দেন ওই তরুণী। অভিযুক্তকে এজলাস থেকে ডেকে নিয়ে রীতিমতো মারধর করা হয়। শেষপর্যন্ত হেয়ার স্ট্রিট থানায় খবর দেন হাইকোর্টের সিনিয়র আইনজীবীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় এবার হাইকোর্টের মহিলা আইনজীবীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। অভিযুক্তেদের গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- ফাঁকা বাড়িতে শিশুকে যৌন হেনস্থা! গ্রেফতার নদিয়ার বিজেপি নেতা
