Sunday, November 9, 2025

ইজরায়েলের ‘মিসাইল ভলি’, পাল্টা ভাঙল ‘আয়রন ডোম’! মৃত্যু ছাড়ালো ৫০০

Date:

Share post:

হিজবুল্লার সঙ্গেও ইজরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত। লেবাননে হিজবুল্লার এক হাজারের বেশি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল নেতানিয়াহুর দেশ। সোমবার থেকে এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০০ জনের। জখম প্রায় ২০০০। আহতদের মধ্যে বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। হিজবুল্লা গোষ্ঠীর দাবি, ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে ২০০টি রকেট হামলা চালানো হয়েছে যা কার্যত ভলিবল খেলার মত দৃশ্যে পরিণত হয়।

গত ১১ মাস ধরে রক্তাক্ত গাজার ছবি দেখছে বিশ্ব। এখন উদ্বেগ বাড়ছে লেবানন নিয়ে। গাজাযুদ্ধে হামাসের সমর্থনে রয়েছে হিজবুল্লা। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ দক্ষিণ লেবানন ছেড়ে বেইরুটের দিকে পালিয়ে যাচ্ছেন। গৃহহীন মানুষকে আশ্রয় দিতে স্থানীয় স্কুলগুলিতে ত্রাণ শিবির খোলা হচ্ছে। এদিকে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালানো রাশিয়া ইজরায়েল ও হিজবুল্লাকে উত্তেজনা প্রশমনের ডাক দিয়েছে। দুই পক্ষকেই সংযত থাকার পরামর্শ দিয়েছে ক্রেমলিন কর্তৃপক্ষ। হিজবুল্লা গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ ইজরায়েলের। সে দেশে হামলা চালিয়েছিল প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। তাদের সমর্থন জানায় হিজবুল্লাও। তার পরই শুরু হয় সংঘর্ষ। হিজবুল্লার হুঁশিয়ারি, যে ভাবে ইজরায়েল তাদের উপর হামলা চালাচ্ছে, তার পরিণতি ভুগতে হবে। ইজরায়েলের দাবি, হিজবুল্লাকে তারা নির্মূল করবেই। এর ফল ভুগছে সাধারণ মানুষ। হচ্ছে প্রাণহানি। চলছে হামলা পাল্টা হামলাও।

তবে সোমবার রাত থেকে পাল্টা চাপ বাড়িয়েছে হিজবোল্লা। ইজরায়েলের দুই সামরিক ঘাঁটির উপর হামলা চালানো হয়েছে বলে দাবি নেতানিয়াহুর। হাইফা শহরের কাছে সমারিক ঘাঁটি ও দক্ষিণের বেকা শহরে হামলা চালানো হয়েছে। রাতে মুহুর্মুহু হামলার ফলে কার্যত ভেঙে পড়েছে ইজরায়েলের প্রতিরোধী আয়রন ডোম, যা এই ১১ মাস ধরে ইজরায়েলের মানুষকে ড্রোন থেকে মিসাইল হামলা থেকে বাঁচিয়েছে।

আরও পড়ুন- গুজরাটের শিক্ষকের লা.লসায় ৬ বছরের শিশু! ধ.র্ষণে বা.ধার শা.স্তি খু.ন

spot_img

Related articles

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...