Sunday, November 9, 2025

পুজোর আগেই মিলবে চাকরি? আজ সন্ধ্যায় আপার প্রাইমারির প্যানেল প্রকাশ

Date:

Share post:

আশায় বুক বেঁধেছেন ১৪ হাজার ৫২ জন চাকরিপ্রার্থী। জট কাটিয়ে আজই আপার প্রাইমারির প্যানেল প্রকাশ (Upper Primary Panel for recruitment of 14,052 teachers will be published today)। মঙ্গলবারই সুপ্রিম কোর্ট (SC ) জানিয়েছিল যে এই মামলায় তারা হস্তক্ষেপ করবে না। এরপর কলকাতা হাইকোর্টের (Calcutta High court) নির্দেশ মেনে বুধবার সন্ধ্যায় প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। SSC সূত্রে খবর প্যানেল প্রকাশের পর পুজোর আগেই হতে পারে প্রথম কাউন্সেলিং। ১৪ হাজার ৫২ জনের মেধাতালিকা প্রকাশ করা হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, পার্শ্ব-শিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত আছে। সেটা বাদ দিয়েই প্যানেল প্রকাশ করা হবে এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট-  www.westbengalssc.com/sscorg/wbssc/home থেকে তা দেখা যাবে।

অগাস্টের শেষে চার সপ্তাহের ডেডলাইন নির্দিষ্ট করে দিয়ে এসএসসিকে (SSC) প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেইমতোই সোমবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন। জানিয়ে দেওয়া হয় যে ২৫ সেপ্টেম্বর প্যানেল প্রকাশ করা হবে। এদিন সন্ধ্যায় প্যানেল প্রকাশের পর পুজোর আগে কাউন্সিলিং নিয়ে আশাবাদী চাকরি প্রার্থীরা। কারণ আগামী ২১ নভেম্বরের মধ্যে নিয়োগ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। প্যানেলের মেয়াদ ১ বছর, অর্থাৎ এই সময়ের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে ২০২৫ সালে যোগ্যরা চাকরিতে যোগ দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।


spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...