Wednesday, November 12, 2025

দলে নাকি বাড়তি সুবিধা দেওয়া হয় বিরাট-রোহিতকে, দ্বিতীয় টেস্টের আগে বিস্ফোরক অভিযোগ ভারতীয় এই প্রাক্তন ক্রিকেটারের

Date:

Share post:

দলে নাকি বাড়তি সুবিধা দেওয়া হয় বিরাট কোহলি-রোহিত শর্মাকে । ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের আগে এমনটাই অভিযোগ আনলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরকার। শুধু তাই নয়, দুই সিনিয়র ব্যাটার রোহিত-বিরাটের রানের খরা নিয়ে প্রশ্ন তুলেছেন মঞ্জরেকার।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সঞ্জয় মঞ্জেরকার বলেন,” আমি নিশ্চিত প্রত্যেকের মনে হয়েছে যে বিরাট, রোহিত একটু অনুশীলন করে নামলে ভাল করত। ওদের দলীপ ট্রফিতে খেলানো যেত। কিন্তু সেটা হয়নি। এতে কার ক্ষতি হল। ওদের নয়। ভারতীয় ক্রিকেটের। তাই আমার মনে হয় ক্রিকেটের স্বার্থে সব সিদ্ধান্ত নেওয়া উচিত।” এখানেই না থেমে মঞ্জেরকার বলেন, “ ওরা নিজেদের ইচ্ছামতো সিরিজ খেলে। নিজেদের ইচ্ছামতো বিশ্রাম নেয়। কেউ ওদের উপর চাপ দেয় না। খেলতে বাধ্য করে না। ওদের বাড়তি সুবিধা দেওয়া হয়। ওরা যদি দলীপে খেলে বাংলাদেশের বিরুদ্ধে নামত তাহলে অন্য রকম ভাবে খেলত। ওদের মান নিয়ে আমার কোনও সন্দেহ নেই। কিন্তু ভাল ক্রিকেটারদেরও অনুশীলন প্রয়োজন। নইলে ধার কমে যায়।” চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে রান পাননি বিরাট ও রোহিত। বিরাট কোহলি দু’ইনিংস মিলিয়ে করেছেন ২৩ রান। রোহিত দুই ইনিংস মিলিয়ে ১১ রান করেছেন।

মঞ্জেরকারের মতে অতীতেও এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, “এটা ভারতীয় ক্রিকেটের একটা সমস্যা। চিরকাল একই ঘটনা হয়েছে। কয়েজন ক্রিকেটার বাকিদের থেকে বাড়তি সুবিধা পেয়েছে। সেটা দেখে অন্য ক্রিকেটারদের দুঃখ হয়েছে। এতে আখেরে ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি হয়েছে।”

আরও পড়ুন- কেন ক্রিকেট থেকে অবসর নিলেন ধাওয়ান? অবশেষে জানালেন আসল কারণ

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...