Friday, November 7, 2025

নিষেধাজ্ঞার ধর্মতলায় জমায়েত! ডাক্তারদের বিরুদ্ধে রোগীদের থ্রেট-অভিযোগ শাসকের

Date:

Share post:

বিচার চেয়ে আন্দোলন জারি রাখার কৌশল নিয়েছেন রাজ্যের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা (junior doctors)। এবার সেই আন্দোলন কলকাতা পুলিশের (Kolkata police) নিষেধাজ্ঞা উড়িয়েই করার ঘোষণা কনভেনশন (convention) থেকে করে দিলেন জুনিয়র চিকিৎসকরা। পাল্টা রাজ্যের চিকিৎসকরা যে থ্রেট কালচার জারি রেখেছেন রোগীদের উপর, তা নিয়ে সরব রাজ্যের শাসকদল। সেই সঙ্গে সব মহল থেকে ভয় ও হুমকির সংস্কৃতি নির্মূল করার বার্তা দেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

শুক্রবার এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) প্রেক্ষাগৃহে গণ কনভেনশনের আয়োজন করেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা দাবি করেন ৫০ দিন তাঁরা বিচার পাননি। সিবিআইয়ের (CBI) বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন চিকিৎসকরা। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া ও সিবিআইএর তদন্ত চলা পর্যন্ত আন্দোলনের গতি মন্থর না করার জন্য কর্মসূচিও ঘোষণা করেন তাঁরা। সুপ্রিম কোর্টে (Supreme Court) আর জি কর মামলার পরবর্তী শুনানি ৩০ সেপ্টেম্বর। তার আগের রাতে ফের রাজ্যের সর্বত্র মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘পাড়ায় থাকছি একসাথে, উৎসবে নয় প্রতিবাদে’।

বৃহস্পতিবারই কলকাতা পুলিশ কমিশনার (CP) মনোজ ভার্মা (Manoj Verma) ঘোষণা করেন শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত জমায়েত করা যাবে না। তার মধ্যে ধর্মতলাও (Dharmatala) রয়েছে। সেই নিষেধাজ্ঞাকে উড়িয়েই শুক্রবার কনভেনশন থেকে জুনিয়র ডাক্তাররা ঘোষণা করে দেন মহালয়ার দিন তাঁরা ধর্মতলায় জমায়েত করবেন। এই বিষয়ে মামলা হাইকোর্টে (Calcutta High Court) চলছে। তবে রায় প্রকাশের আগেই প্রশাসনের সঙ্গে সংঘাতে জুনিয়র চিকিৎসকরা।

চিকিৎসকরা যেভাবে তাঁদের পেশায় থ্রেট কালচারের (threat culture) অভিযোগ তুলে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবার পাল্টা সেই চিকিৎসকদের থ্রেটের অভিযোগ তুলল তৃণমূল। কুণাল ঘোষের দাবি, “থ্রেট কালচার (threat culture) রয়েছে সামগ্রিকভাবে। রোগীদের উপর যে থ্রেট কালচার চলে সেটাও বন্ধ হওয়া দরকার। রোগীদের বিলটা যেভাবে বেড়ে চলে সেটাও থ্রেট কালচার। অভিযোগ আসে প্রেসক্রিপশন (prescription) লেখা থেকে কোন ডায়াগনস্টিক সেন্টারে (diagnostic centre) কোন পরীক্ষা করানো হবে, কোন কোম্পানির ওষুধ কিনতে হবে, সব নির্ধারণ করে দেওয়া হয়। এই করতে গিয়ে রোগীদের যে বিল বেড়ে যায়, এটাও এক ধরনের থ্রেট কালচার।”

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...