Monday, November 10, 2025

আগামিকালও কি কানপুরে বৃষ্টি? কি বলছে আবহওয়া ?

Date:

Share post:

গতকাল থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। কানপুরে বসেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের আসর। তবে ম্যাচ শুরুর পর থেকে বৃষ্টির তাণ্ডব। যার ফলে ম্যাচের প্রথম দিন থেকেই বৃষ্টি। বন্ধ হয়ে যায় ম্যাচ। দ্বিতীয় দিনও গড়ায়নি একটিও বল। এখন ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন তৃতীয় দিনও কি থাকবে বৃষ্টির দাপট? হবে কী ম্যাচ? আর এরই মধ্যে হাওয়া অফিস দিল বড় আপডেট।

আবহবিদরা এই নিয়ে জানিয়েছেন, তাতে রবিবার ম্যাচের তৃতীয় দিনও নিশ্চিন্তে থাকতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। আবহওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আংশিক মেঘলা থাকবে কানপুরের আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা ৫৯ শতাংশ। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। রবিবার দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভারত-বাংলাদেশ তৃতীয় দিনের খেলা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় থাকছেই।

এদিকে এদিন, গড়াল না এক বলও। বাতিল দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন যেখানে খেলা শেষ হয় বৃষ্টির জন্য, সেখানেই আটকে ম্যাচ। শনিবারও কানপুরে বৃষ্টির কারণে শুরুই করা সম্ভব হল না ম্যাচ। মাঠ ঢাকা রইল। চা বিরতির আগেই জানিয়ে দেওয়া হল যে শনিবার খেলা শুরু করা সম্ভব হচ্ছে না।

গতকাল বৃষ্টির জন্য বন্ধ হয়ে গিয়েছিল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। দ্বিতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল। কানপুরের হাওয়া অফিস জানিয়েছিল, প্রথম তিন বৃষ্টি হতে পারে। প্রথম দিন তেমনটাই হয়েছিল। প্রথম দিন খেলার শেষে হওয়ার সময় বাংলাদেশের রান সংখ্যা ছিল ৩ উইকেট হারিয়ে ১০৭। প্রথম দিন বৃষ্টির কারণে খেলা শুরু দেরিতে। টসে জিতে বল করার সিধান্ত নেন ভরিত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারেই বাংলাদেশকে ধাক্কা দেন আকাশ দীপ। শূন্যরানেই ফিরে যান জাকির হাসান। আরেক ওপেনার শাদমানকেও আউট করেন আকাশ দীপ। শাদমান করেন ২৪ রান। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হন ৩১ রানে। শান্তকে ৩১ রানের মাথায় আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর আবার বৃষ্টি শুরু হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকার পরে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন ম্যাচ বন্ধ করার। সেই সময় বাংলাদেশের হয়ে ক্রিজে ছিলেন, মোমিনুল এবং মুশফিকুর রহিম। মোমিনুল ৪০ রানে অপরাজিত। ৬ রানে অপরাজিত মুশফিকুর।

চেন্নাইয়ে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে ভারত। দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

আরও পড়ুন- ভয়াভয় গাড়ি দু.র্ঘটনায় গুরুতর আ.হত ভারতীয় তরুণ ক্রিকেটার মুশির খান

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...