Monday, November 3, 2025

নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, পর্যালোচনায় যোগ সব জেলাশাসক-পুলিশ সুপারদের

Date:

Share post:

ফের পর্যালোচনা বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাস্থ্য পরিষেবায় নিরাপত্তা সংক্রান্ত যে সব পদক্ষেপের নির্দেশ রাজ্যের সব জেলা ও স্বাস্থ্যক্ষেত্রে দেওয়া হয়েছিল, তার পরিস্থিতি কেমন তা নিয়ে পর্যালোচনার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই সঙ্গে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়েও পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।

গত ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য দফতরের সব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী (chief minister)। সেখানেই হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তায় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সংক্রান্ত পদক্ষেপ ও তার বাস্তবায়ন কতদূর তা নিয়ে পর্যালোচনায় ডাকা হয়েছে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের।

এরই মধ্যে সাগর দত্ত মেডিক্যাল কলেজে (Sagar Dutta Medical COllege) চিকিৎসক ও নার্সদের উপর রোগীর আত্মীয়দের হামলার ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ফের কর্মবিরতির পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। রবিবার আবার ন্যাশানাল মেডিক্যাল কলেজে (National Medical College) রোগীর আত্মীয়দের মদ্যপ অবস্থায় হামলার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাতেই সবথেকে বেশি নজর রাজ্যের মুখ্যমন্ত্রীর।

রবিবার উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তদারকিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই তিনি ফিরবেন কলকাতায়। গোটা রাজ্য এই মুহূর্তে বন্যা পরিস্থিতির (flood situation) সঙ্গে লড়াইতেই ব্যস্ত। হাজার হাজার ঘরছাড়া মানুষের পাশে থাকতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা ফিরেই নবান্ন (Nabanna) থেকে পর্যালোচনা বৈঠকে বন্যা নিয়েও নির্দেশে জেলাগুলির সঙ্গে আলোচনার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর।

spot_img

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...