Wednesday, November 12, 2025

কাজে বেরিয়ে তিনদিন নিখোঁজ,পুলিশ কর্মী সুকুমার বাড়ি ফেরালেন মিনাখাঁর বৃদ্ধকে

Date:

Share post:

দিন তিনেক আগে উত্তর ২৪ পরগণার মিনাখাঁ থানার মালঞ্চ এলাকার বাসিন্দা গোবিন্দ মৃধা মালঞ্চ বাজারে গিয়েছিলেন।সেখানে একটি গাড়িতে করে দিন মজুর নিয়ে যাওয়া হচ্ছিল কাজের জন্য।পুষ্পা সিনেমায় এক দৃশ্যে দেখা যায় লাল চন্দন কাটতে গাড়ি করে লোক নিয়ে যাওয়া হচ্ছে।সেখানে বেশি টাকা পাওয়ার আশায় বিপদ আছে জেনেও ঝুঁকির গাড়িতে সওয়ার হয় পুষ্পা কারণ, তার টাকার দরকার।

কতকটা তেমনই পুজোর আগে কিছু টাকা পাওয়ার আশায় মজুরদের গাড়িতে চেপে পড়েন বছর বাষট্টির গোবিন্দ।কিন্তু সেই কাজে কায়িক পরিশ্রমে তার বয়স বাধা হয়।যারা কাজে নিয়ে গিয়েছিল তারা তাকে বাড়ি ফিরে যেতে বলে।একটি গাড়ি চুঁচুড়া বয়েরমারি গ্রামে পৌঁছে দেবে বলে হুগলি জেলা সদর শহর চুঁচুড়ায় নামিয়ে দেয়।এরপর চুঁচুড়াতেই ঘুরে বেরাচ্ছিলেন বৃদ্ধা।

গতকাল রাতে ঘড়ির মোড়ের কাছে রাস্তার পাশে শুয়ে ছিলেন।চন্দননগর পুলিশের কনস্টেবল সুকুমার উপাধ্যায় ঘড়ির মোড়ের কাছেই আমরাতলা সরকারি আবাসনে থাকেন।সুকুমার এই ধরনের অসহায় মানুষের সহায় হয়ে অনেক কাজ করেছেন এর আগে।এই বৃদ্ধের কথা সুকুমারকে জানান ঘড়ির মোড়ের তার কয়েকজন পরিচিত।সুকুমার বৃদ্ধের সঙ্গে কথা বলে তাকে বাড়ি নিয়ে যান।রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করেন।কিন্তু বৃদ্ধের বাড়িতে খবর দেবেন কি করে? বৃদ্ধের কাছে মোবাইল নেই বাড়ির কারও নম্বরও জানা নেই।তার সঙ্গে থাকা পুঁটুলিতে একটা প্যাকেট ছিল।তাতে একটি দোকানের নাম ও ফোন নম্বর লেখা ছিল।সু্কুমার সেই নম্বরে ফোন করেন রাত একটায়।এরকম কোনও বৃদ্ধ এলাকা থেকে নিখোঁজ আছে কিনা জানতে চান।দোকানদার জানান সকালে খোঁজ নিয়ে জানাবেন।

রবিবার সকালে দোকানদার ফোন করে জানান, বৃদ্ধের বাড়ি পাওয়া গিয়েছে।পরিবারকে খবর দেওয়া হয়েছে।বৃদ্ধের ভাইপো আশিষ মৃধা পুলিশ কর্মীকে ফোন করে যোগাযোগ করেন।সোমবার কাকা গোবিন্দকে নিতে আসেন চু়ঁচুড়ায়।আশিষ বলেন,তিনদিন ধরে কাকা নিখোঁজ ছিলেন।কোথায় গিয়েছেন বাড়িতে বলেন নি।আমরা খোঁজ চালাচ্ছিলাম।এরমধ্যে চু়ঁচুড়া থেকে সুকুমারবাবুর সঙ্গে যোগাযোগ হল।আমার কাকা একটু সহজ সরল। যেভাবে কাকাকে নিজের বাড়িতে রেখে সাহায্য করলেন ওনার উপকার ভুলব না।

বৃদ্ধ বলেন,যেখানে যেতে চেয়েছিলাম সেখানে না নিয়ে গিয়ে এই চুঁচুড়ায় পৌঁছে দিয়েছিল।আমাকে রাস্তা থেকে তুলে এনে যে ভাবে যত্ন করে মাংস ভাত খাইয়ে শুতে দিলেন, নিজের মানুষও আজকাল এমন করেনা।ওনার মঙ্গল হোক।সুকুমার উপাধ্যায় বলেন,বৃদ্ধের পরিবারে আর্থিক অনটন আছে।পুজোর সময় কিছু পয়সার জন্য অজানা ঠিকানায় কাজে বেরিয়েছিলেন।এই বয়সে সেই কাজ করতে না পেরে পথ ভুলে চুঁচুড়ায় চলে আসেন।বৃদ্ধ একা কোনোদিন ট্রেনেও চাপেননি।তাই কি করে বাড়ি ফিরবেন বুঝতে পারছিলেন না।পরিবারের জন্য কান্নাকাটিও করছিলেন।সারারাত আমারও চিন্তায় ভালো ঘুম হয়নি।পরে যোগাযোগ হয় ওর বাড়িতে।ভাইপোর সঙ্গে বৃদ্ধ বাড়ি ফিরে গেল হাসি মুখে এটাই বড় প্রাপ্তি।









spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...