১) আগামি শনিবার আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আইএসএল-এর টানা তিন ম্যাচে হারের পর , কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কার্লোস কুয়াদ্রাত । অন্তর্বর্তী কোচ হিসাবে কাজ করছেন বিনো জর্জ। জামশেদপুরের আগে নামার আগে দল নিয়ে আশাবাদী বিনো।


২) এবার আনোয়ার আলিকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ফুটবলার সুনীল ছেত্রী। ইস্টবেঙ্গল এফসির নতুন ডিফেন্ডার আনোয়ারকে বিতর্ক থেকে দূরে থাকতে বললেন তিনি। পাশাপাশি আনোয়ারকে ভারতীয় ফুটবলের সম্পদ বললেন সুনীল।


৩) আজ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ভারতের সামনে নিউজিল্যান্ড। তবে তার আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন, টিম অধিনায়ক রোহিত শর্মা,ঋষভ পন্থ, মিতালি রাজ, হরভজন সিংরা। সোশ্যাল মিডিয়ায় হরমনপ্রীত সিংদের দিলেন বিশেষ বার্তা।

৪) সামনেই আইপিএল-এর মেগা নিলাম।২০২৫ আইপিএল-এর আগে এই নিলামে পাল্টে যেতে চলেছে সব অঙ্ক। নিলামের আগে জল্পনা ছড়াই ঋষভ পন্থকে নিয়ে। জল্পনা ছড়ায় বেঙ্গালুরু এফসিতে যেতে পারেন পন্থ। তবে এরই মধ্যে আবার শোনা যায় চেন্নাই সুপার কিংসে যেতে পারেন তিনি। আর এই নিয়ে এবার মুখ খুললে দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল।


৫) প্যারিস অলিম্পিক্সের সময় নাকি বিনেশ ফোগাটকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ফোন ধরেননি ভারতীয় কুস্তিগির। এক সাক্ষাৎকারে এমনটাই বললেন বিনেশ। প্যারিস অলিম্পিক্সে ১০০ গ্রাম ওজন বেশি হওয়াতে টুর্নামেন্টে থেকে বাতিল করা হয়েছিল বিনেশ ফোগাটকে। সেই কঠিন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেন।

আরও পড়ুন- শনিবার লাল-হলুদের সামনে জামশেদপুর, দল নিয়ে আশাবাদী বিনো













