জয়নগরে (Jaynagar) চতুর্থ শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় কল্যাণীতে কেন্দ্রীয় হাসপাতালে দেহ ময়নাতদন্তের অনুমতি দিয়েছে আদালত। সেইমতো এদিন সকাল পৌনে দশটার মধ্যে কাটাপুকুর মর্গ থেকে মৃত শিশুর দেহ পৌঁছে গেল কল্যাণীতে (Kalyani AIIMS)। আজও থমথমে জয়নগর, চলছে পুলিশি টহলদারি। ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হলে দেহ নিয়ে যাওয়া হবে শিশুর বাড়িতে।

জয়নগরের মহিষমারি বাজারে সোমবার সকালে অনেক দোকানপাটই খুলে গিয়েছে। কেনাবেচাও চলছে। এখনও রয়েছে পুলিশ-পিকেট। আজ শিশুর শেষকৃত্য হওয়ার কথা। তখন যাতে কোনও রকমের উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয় মূলত সে কথা মাথায় রেখেই সোমবার সকাল থেকে এলাকায় পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার রাতে জয়নগরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জলাভূমি থেকে ন’বছরের শিশুর দেহ উদ্ধার করা হয়। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকেও। কিন্তু এরপরেও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ থামছে না। শনিবার এই ঘটনার জেরে দিনভর উত্তপ্ত থেকেছে মহিষমারি এলাকা। রবিবার বড় কোনও গন্ডগোল না হলেও সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন।
