Saturday, January 10, 2026

আজ বিশ্বকাপে ভারতের সামনে শ্রীলঙ্কা

Date:

Share post:

আজ টি-২০ বিশ্বকাপের ম্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। নেট রান রেটে পিছিয়ে থাকা ভারতীয়দের শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। কারণ, গ্রুপের শেষ ম্যাচ রবিবার হরমনপ্রীতদের খেলতে হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কয়েক মাস আগেই এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হারে খেতাব হাতছাড়া হয়েছিল ভারতের। বিশ্বকাপ তাই জবাব দেওয়ার ম্যাচ শেফালি ভার্মাদের।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে হরমনপ্রীতকে নিয়ে ধোঁয়াশা কাটালেন স্মৃতি মান্ধানা। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সময় ঘাড়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ভারত অধিনায়ক । শ্রীলঙ্কার বিরুদ্ধে হরমন খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে মান্ধানা বললেন, ‘‘হরমনপ্রীত খুব ভাল উন্নতি করছে। এখন অনেক ভাল রয়েছে। শ্রীলঙ্কা ম্যাচ খেলার জন্য তৈরি।’’

চোটের কারণে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি পূজা বস্ত্রকার। স্মৃতি জানালেন, ম্যাচের আগে তাঁর ফিটনেস পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে যাবে। এই মুহূর্তে ‘এ’ গ্রুপে ভারত-সহ পাঁচটি দলই ২ পয়েন্টে দাঁড়িয়ে। নিউজিল্যান্ডের কাছে শোচনীয় হারের পর পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও নেট রান রেটে ভারত (-১.২১৭) সুবিধাজনক জায়গায় নেই। তাই পাঁচ দলের মধ্যে চার নম্বরে হরমনপ্রীতরা। স্মৃতি বললেন, ‘‘নেট রান রেট অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু পরিস্থিতি এখানে সম্পূর্ণ আলাদা। তাই আগে আমাদের ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ।’’

আরও পড়ুন- জল্পনার অবসান, লাল-হলুদের নতুন কোচ অস্কার ব্রুজো

 

 

স্মৃতি নিজে ছন্দে নেই। দলও সেরা ফর্মে নেই। স্মৃতির কথায়, ‘‘প্রথম ম্যাচে আমরা সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমি নিজেও বেশ কিছু ডট খেলেছি বলে খুব হতাশ হয়েছি।’’

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...