Thursday, August 28, 2025

অনশন মঞ্চ ফাঁকা, প্রচারের নামে অশান্তির অপচেষ্টা! আন্দোলনকারীদের ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

দুর্গাষষ্ঠীতে উৎসবে মেতেছে বাংলা। রাজ্যজুড়ে উৎসবের মেজাজ। আর এর মধ্যেই দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপে গিয়ে অশান্তি বাধানোর চেষ্টা আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। এই নিয়ে তাঁদের ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, অনশন মঞ্চে ভিড় হচ্ছে না। তাই প্রচারের নামে উৎসবমুখর কলকাতায় অশান্তি বাধিয়ে খবরে থাকতে চাইছেন জুনিয়র।

এই উৎসবের মধ্যেই মহাষষ্ঠীর দুপুরে অভয়া পরিক্রমায় নামেন জুনিয়র জাক্তাররা। এই মিছিল থেকে মহিলা পুলিশ আধিকারিককে হেনস্থা করা হয়। মিছিলের জেরে মধ্যে কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় ব্যাপক যানজট তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের কড়া ভাষায় আক্রমণ করেন কুণাল। তিনি বলেন, পুজোয় ভিড়। ওদিকে ধর্মতলার মঞ্চে লোক আসছে না। তাই হঠাৎ ম্যাটাডোর নিয়ে বড় পুজোর ভিড়ে গিয়ে ঘুরে ঘুরে প্রচারের নামে অশান্তি পাকানোর অপচেষ্টা করছেন আন্দোলনরত ডাক্তাররা। কুণাল প্রশ্ন তোলেন, সিবিআই চার্জশিটের পরেও পুজোর সময় অশান্তির চেষ্টা কেন?

এরপরেই তীব্র কটাক্ষ করে কুণাল জানান, মণ্ডপে ঠাকুর দেখতে ইচ্ছে হলে, যে জুনিয়র ডাক্তারদের বলির পাঁঠা করে অনশনে বসানো হয়েছে, অবিলম্বে তাঁদেরকে অনশন প্রত্যাহার করতে বলা হোক। তৃণমূল নেতার কথায়, চিকিৎসকরা জীবন বাঁচান। তাঁদের জীবন বিপন্ন হওয়া কখনই কাম্য নয়। জুনিয়র চিকিৎসকদের অনশনের প্রত্যাহারের আবেদন জানান তিনি। একই সঙ্গে বামদের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, সব জায়গায় সিপিএমের হয়ে প্রচারে থাকা নেতারা ডাক্তারদের আন্দোলনে গিয়েই নিরপেক্ষ হয়ে যাচ্ছেন! তাঁদের উস্কানিতেই অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদের।

আরও পড়ুন- চুম্বন দৃশ্যে আপত্তি জিনিয়ার,’বহুরূপী’ রোমান্সে সতর্ক শিবপ্রসাদ!

 

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...