Thursday, August 21, 2025

নবমীর সন্ধ্যায় ফের জমায়েত! ধর্মতলা অশান্ত করার বার্তা চিকিৎসকদের

Date:

Share post:

উৎসবের মরশুম শুরু হতেই কলকাতা শহরের কেন্দ্রবিন্দুতে প্রতিদিন অশান্তির পরিবেশ তৈরি জারি রেখেছেন অনশনরত জুনিয়র চিকিৎসকরা (junior doctors)। অষ্টমীর সকালে যেখানে গোটা রাজ্য অঞ্জলির উপচার থেকে সন্ধিপুজোর প্রস্তুতিতে ব্যস্ত তখনই নবমীর সন্ধ্যায় ধর্মতলায় ফের জমায়েতের ডাক জুনিয়র চিকিৎসকদের। পুলিশ থেকে রাজ্যের চিকিৎসক প্রতিনিধিদের অনুরোধ উপেক্ষা করে অনশন চালিয়ে যাওয়া চিকিৎসকরা এবার নতুন করে অশান্তির চেষ্টায়।

বৃহস্পতিবার রাতেই অনশনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে আর জি কর হাসপাতালের (R G Kar Hospital) সিসিআইতে ভর্তি হন। তাঁর চিকিৎসায় পাঁচ সদস্যের চিকিৎসকদল তৈরি করা হয়েছে। রাজ্যের চার সদস্যের চিকিৎসকদল অনশনরত চিকিৎসক স্নিগ্ধা হাজরাকেও হাসপাতালে স্থানান্তরিত করার সুপারিশ করেছে। যদিও তাতে কান দেননি আন্দোলনকারীরা।

উল্টে আইএমএ-র (IMA) পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে। দাবি জানানো হয়েছে অনশনের চাপে জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার জন্য। সরকারি হস্তক্ষেপ না হলে সবরকম চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত শহরের তিনটি বড় মেডিক্যাল কলেজের চিকিৎসকরা গণ ইস্তফার কাগজে সইও করেছেন।

অন্যদিকে ষষ্ঠী থেকে প্রতিদিনই অভয়া পরিক্রমার নামে পুজো মণ্ডপে অশান্তি তৈরির চেষ্টা জারি রেখেছে।নবমীর সন্ধ্যায় এবার ঘোষণা করে জমায়েতের ডাক জুনিয়র চিকিৎসকদের। ফের একবার উৎসবের রাতে শহরের কেন্দ্রবিন্দুতে অশান্তি হওয়ার আশঙ্কা।

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...