মধ্যবিত্তের জন্য সুখবর, লক্ষ্মী আরাধনার আগেই কমলো সোনার দাম (Gold Price Decreased)। পুজোর শেষ দিনে হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হওয়া হলুদ ধাতু কিনে নেওয়ার সুযোগ এখনই। বুধের সন্ধ্যা থেকেই বাঙালির ঘরে ঘরে ধনদেবীর আরাধনা শুরু হয়ে যাবে। তার আগেই এক লাফে কমলো সোনা – রুপোর দাম (Gold Silver Rate)।

একনজরে দেখে নিন মঙ্গলবার ১৫ অক্টোবর সোনা রুপোর দাম কত হলো?
সোনা ওজন দাম

২৪ ক্যারেট ১ গ্রাম ৭৫৪৫ টাকা

২২ ক্যারেট ১ গ্রাম ৭১৭০ টাকা

১৮ ক্যারেট ১ গ্রাম ৫৮৮৫ টাকা

মঙ্গলবার এক কেজির রুপোর দাম হয়েছে ৮৯ হাজার ৯১৭ টাকা। (এই সমস্ত দামে জিএসটি যুক্ত করা নেই)
