Tuesday, December 23, 2025

রীতি মেনে মন্ত্রী শোভনদেবের বাড়িতে স্ত্রী সুপ্রিয়ার শুরু করা কোজাগরী লক্ষ্মীপুজো

Date:

Share post:

মৌসুমী বসাক

শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee) স্ত্রী সুপ্রিয়া চট্টোপাধ্যায় (Supriya Chatterjee) ছিলেন একজন আদ্যোপান্ত ইস্টবেঙ্গল সমর্থক। কিন্তু রাজ্যের মন্ত্রী তথা শাসকদলের প্রথমসারির নেতা এপার বাংলার লোক হওয়ায় তাঁদের বাড়িতে কালীপুজোয় হয় দীপান্বিতা লক্ষ্মীপুজো (Lakhsmi Pujo)। তবে, শ্বশুরমশাইয়ের কাছে আবদার করে শোভনদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী সুপ্রিয়া পূর্ববঙ্গের মতে শ্বশুরবাড়িতেই শুরু করেছিলেন কোজাগরী লক্ষ্মীপুজো। সেই ট্র্যাডিশন আজও বহাল।


১৯৭৪ সালে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হওয়ার পর শ্বশুর মশায়ের কাছে কোজাগরি লক্ষ্মী পুজো শুরু করার আবদার করেন সুপ্রিয়া চট্টোপাধ্যায়। পুত্রবধূর আবদার ফেলতে পারেননি শ্বশুরমশাই। সেই থেকে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee) বাড়িতে শুরু হয় কোজাগরী লক্ষ্মীপুজো। এরপর ছেলেকে বিয়ে দিয়ে বাড়িতে পুত্রবধূ এনেছেন সুপ্রিয়া। তার পরে অকালে প্রয়াত হন শোভনদেবের স্ত্রী। এখন সেই ধারা বজায় রেখেছেন তাঁর ছেলের বউ রাজশ্রী চট্টোপাধ্যায়।

এদিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, সাতের দশক থেকে এই পুজো হয়ে আসছে। আমার স্ত্রী যেমনভাবে পুজো শুরু করেছিল ঠিক সেই নিয়ম পালন করে এখন আমার পুত্রবধূ পুজো চালিয়ে যাচ্ছে। পূর্ববঙ্গে মতে, নাড়ু-মোয়া ভোগ দেওয়া হয় ধনদেবীকে। কালীপুজোর সময় যে লক্ষ্মীপুজো হয় তা আমাদের পৈতৃক ভিটেতে আজও হয়।

অপরদিকে মন্ত্রীর পুত্রবধূ জানান, শাশুড়ি মায়ের কাছ থেকে পুজোর অনেক রীতিনীতি শিখেছি। সেই নিয়ম অনুযায়ী আজও পুজো করে যাওয়ার চেষ্টা করছি। আমার মেয়েকেও এই নিয়মকানুন শিখিয়েছি। চাইব আগামী দিনে ও এই পুজোর ধারা বজায় রাখুক।







spot_img

Related articles

ধর্ষককে জেলমুক্তি! উন্নাও ধর্ষণে ফের জামিনে ‘পুরষ্কৃত’ বিজেপি নেতা

বাংলায় একটি নারী নির্যাতনের ঘটনা হলে দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীকে শাস্তির আওতায় আনা হয়। এমনকি...

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না মাধবনের নাম, ছবি: দিল্লি হাইকোর্ট 

সেলিব্রিটিদের নাম, ছবি, কন্ঠস্বর মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিনা অনুমতিতেই ব্যবহার করা...

বাংলাদেশ উপ দূতাবাসের সামনে বিক্ষোভ! বিজেপির চক্রান্ত-নাটক যুক্তি দিয়ে ওড়াল তৃণমূল

প্রতিবেশী বাংলাদেশে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের সামনে মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ঘটনাকে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন আচরণ...

রাজধানীতে বড়দিনের টুপিতে ‘না’! ডবল ইঞ্জিন রাজ্যে ক্রমশ কোণঠাসা সংখ্যালঘুরা

ধর্মের নামে পেটে লাথি। আরএসএস-এর তরফ থেকে ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার চাপ যত বাড়ানো হচ্ছে তত বিজেপি শাসিত...