চলছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট । বেঙ্গালুরুতে চলছে প্রথম টেস্ট। প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে বিরাট ধাক্কা খায় টিম ইন্ডিয়া। কিউইদের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রান করে রোহিত শর্মার দল। আর এরই মধ্যে টিম ইন্ডিয়াকে আসন্ন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ অফ্রিকা সিরিজ নিয়ে সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে ওই সিরিজ সহজ হবে না টিম ইন্ডিয়ার কাছে। তাঁর মতে দলে ভারসাম্য থাকা জরুরি।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ ভারতীয় দলে তরুণ ক্রিকেটার রয়েছে, সেই সঙ্গে রয়েছে সিনিয়রেরা। ভাল দল তৈরি করার জন্য সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটারের এই ভারসাম্যটা প্রয়োজন। তবেই সেরা দল তৈরি হয়। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফর কঠিন হবে ভারতের জন্য। তবে ভাল ক্রিকেটও দেখা যাবে।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ ভারতীয় দলে ভাল ক্রিকেটার রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সদ্য টি-২০ জিতেছে ওরা। তরুণেরাই জিতিয়েছে।“

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নভেম্বরে টি-২০ সিরিজ খেলবে ভারত। তারপর বর্ডার গাভাস্কর ট্রফি। ভারতীয় দল যাবে অস্ট্রেলিয়া। সেখানে পাঁচটি টেস্ট খেলবে ভারত। ২২ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট।

আরও পড়ুন- শনিবার বড় ম্যাচ, লাল-হলুদে বৈঠক, ফুরফুরে মেজাজে সবুজ-মেরুন , রইল ইস্ট-মোহনের আপডেট
