দ্রুত তৈরি হবে সিলেবাস কমিটি, জানালেন শিক্ষামন্ত্রী

ব্রাত্য বসু জানান, খুব শীঘ্রই নতুন সিলেবাস কমিটি (syllabus committee) গঠন করা হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বেশ কিছু বিষয়ে পরিবর্তন করা হয়েছে নতুন সিলেবাসে

ফাইল ছবি

রাজ্যের স্কুল শিক্ষায় (school education department) পুরোনো সিলেবাস কমিটির (syllabus committee) মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। ৩ অক্টোবর এই কমিটির চেয়ারম্যান পদেরও মেয়াদ শেষ হয়েছে। তবে স্কুল শিক্ষায় সম্প্রতি যে সব পরিবর্তন এসেছে তা কার্যকর করার জন্য নতুন কমিটি গঠনে তৎপর রাজ্য। সেই কারণেই দ্রুত নতুন কমিটি তৈরি হওয়ার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

রাজ্যের স্কুল সিলেবাস কমিটির চেয়ারম্যান (chairman) পদে ছিলেন উদয়ন বন্দ্যোপাধ্যায়। যদিও উদয়ন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন তিনি এই পদ থেকে অব্যহতি চান। ফলে চেয়ারম্যান পদে নতুন নিয়োগ অবশ্যম্ভাবী।

শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, খুব শীঘ্রই নতুন সিলেবাস কমিটি (syllabus committee) গঠন করা হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বেশ কিছু বিষয়ে পরিবর্তন করা হয়েছে নতুন সিলেবাসে। এরমধ্যে বিজ্ঞানের বিষয়ে যা যা পরিবর্তনের প্রয়োজন সেগুলি সম্পর্কিত যাবতীয় প্রস্তাবনা শিক্ষা দফতরে জমা দেওয়া হয়েছে। পরিবর্তন করা হয়েছে ইতিহাসের ক্ষেত্রেও। তবে বাংলার ও ইংরেজির ক্ষেত্রে ভারপ্রাপ্ত শিক্ষকরা কোনওরকম প্রস্তাবনা জমা না দেওয়ায় সেই কাজ থমকে রয়েছে। নতুন কমিটি গঠন হলে সেই কাজও দ্রুত হবে বলে আশা শিক্ষা দফতরের।