আর জি কর-কাণ্ডকে সামনে রেখেই রাজ্যে বাম-অতিবাম আঁতাঁত স্পষ্ট হয়ে ওঠে। আর তা প্রমাণিত হল বাংলার ৬টি কেন্দ্রে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ হতেই। এই প্রথম নকশালপন্থী CPIML (লিবারেশন)কে আসন ছাড়ল আলিমুদ্দিন। নৈহাটি উপানির্বাচনে বাম সমর্থিত লিবারেশনের প্রার্থী হচ্ছেন দেবজ্যোতি মজুমদার (Debajyoti Majumder)। এই তালিকা প্রকাশ পেতেই তীব্র কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সিপিএমের প্রার্থীতালিকা। বাম-অতি বাম আঁতাত। প্রমাণ হয়েই গেল।“
প্রদেশ কংগ্রেস সভাপতি বদলের পরেই লালেদের হাত ধরায় অনিহা কংগ্রেসের। উপনির্বাচনের দিন ঘোষণার পরেও বিধান ভবনের তরফে আলিমুদ্দিন স্ট্রিটের সঙ্গে যোগাযোগ করা হয়নি- বলে সূত্রের খবর। এদিকে ইতিমধ্যেই ৬ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল-বিজেপি। সেই কারণে সোমবার প্রার্থী তালিকা প্রকাশ করে বামেরা। আর সেখানেই চমক। একটি আসন ছাড়া হয়েছে আইএসএফ-কে। যে আইএসএফ-এর সঙ্গে লোকসভায় কোনও জোটই হয়নি, সেই দলের জন্য হাড়োয়া বিধানসভা কেন্দ্রটি ছেড়েছে আলিমুদ্দিন স্ট্রিট। আর উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রটি লিবারেশনকে ছেড়ে দিয়েছে সিপিএম। প্রার্থী হচ্ছেন লিবারেশনের দেবজ্যোতি মজুমদার।

সিপিএম থেকে বেরিয়ে গিয়ে চারু মজুমদারের নেতৃত্বাধীন নকশালপন্থীরা পৃথক সিপিআইএমএল তৈরি হয়। গত ৫৫ বছরে তাদের সঙ্গে সিপিএমের কোনও আসন সমঝোতা হয়নি। চারু মজুমদারের পুত্র অভিজিৎ মজুমদার যখন লিবারেশনের বর্তমান রাজ্য সম্পাদক সেই সময়ে লিবারেশনের সঙ্গে বাংলায় প্রথম বামদের আসন সমঝোতা হল। বিহার বিধানসভা নির্বাচনে লিবারেশনের সঙ্গে একাধিক বার সিপিআইএম, সিপিআই-র আসন সমঝোতা হলেও রাজ্য চেষ্টা করেও ফলপ্রসূ হয়নি। সিপিআইএমএল (লিবারেশন) এর নেতা পার্থ ঘোষের কথায়, “পশ্চিমবঙ্গে এই প্রথম সিপিএমের সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হচ্ছে। ২০১৯ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এই সমঝোতার চেষ্টা করা হয়েছিল, কিন্ত তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।“

আরও খবর: হিজবুল্লার গুপ্তধন! আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে বিপুল টাকা-সোনার হদিশ

আর জি করকে সামনে রেখে রাজ্যে গোপনে আঁতাঁত করে বাম-অতি বাম সংগঠনগুলি। ভোটবাক্সে থৈ না পেয়ে পাতাকা ছেড়ে বাংলায় অরাজকতা তৈরি ছক কষা হয় বলে অভিযোগ শাসকদলের। সিপিএম-লিবারেশন সমঝোতা নিয়ে তীব্র কটাক্ষ করেন রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ (Kunal Ghosh)। এই নিয়ে প্রথমে স্যোশাল মিডিয়ায় পোস্টের পরে সংবাদ মাধ্যমে জানান, “আমরা বলেছিলাম, আর জি কর নিয়ে বাম-অতিবাম-নকশাল আঁতাঁত হয়েছে। সেটাই এখন প্রমাণিত হল।“

সিপিএমের প্রার্থীতালিকা।
বাম-অতি বাম আঁতাত
প্রমাণ হয়েই গেল।— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 21, 2024