Wednesday, August 20, 2025

উপনির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’,রেশন মামলায় শহর জুড়ে ইডি হানা

Date:

Share post:

রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (By Election) প্রস্তুতি শুরু হতেই সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় এজেন্সি। এবার রেশন মামলার তদন্তে বুধবার সকাল আটটা থেকে মোট ১৪ জায়গায় এজেন্সির অভিযান শুরু হয়েছে। এদিন বাঙ্গুর অ্যাভিনিউয়ে এক ব্যবসায়ীর বাড়িতে সকাল সকাল পৌঁছে যান ED আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, ব্যবসায়ীর ৯০টি কোম্পানির হদিশ মিলেছে যেখানে কালো টাকা সাদা করা হতো বলে অভিযোগ। তার প্রেক্ষিতেই আজকের অভিযান। বহু কোম্পানিতে সেই টাকা লগ্নি করে দুর্নীতির জাল ছড়ানো হয়েছিল বলে মনে করছে ইডি। পাশাপাশি শিক্ষক নিয়োগ মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ ছিল বলেও সূত্র মারফত জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। রাজনৈতিক মহলে একাংশ মনে করছে এই ভোটেও অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেক্ষেত্রে মাদারিহাট কেন্দ্রও বিজেপির হাত থেকে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বঙ্গ বিজেপির পদ্মনেতারা। অতএব ভোট আসার আগে এজেন্সি রাজনীতি করে সেই একই পুরনো গেম প্ল্যান শুরু কেন্দ্রের। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে ইডিকে। বিজেপি বিরোধী রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিরিক্ত তৎপরতা নিয়ে ক্ষুব্ধ শীর্ষ আদালত। এর আগে সিবিআইকেও ‘তোতা পাখি’ বলে সম্বোধন করেছিলেন বিচারপতি। বুধবার রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটদের বাড়িতে ইডি হানায় এখনও পর্যন্ত কিছুই উদ্ধার হয়নি বলে খবর। কলকাতার পাশাপাশি গাইঘাটা, উলুবেরিয়া, হাওড়াতেও চলছে ইডি অভিযান।

 

spot_img

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...