Thursday, August 21, 2025

SSC নিয়োগ মামলায় অভিযুক্ত প্রসন্নর ১৬৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ED-র!

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ সি-ডি কর্মী নিয়োগের মামলায় অভিযুক্ত প্রসন্ন রায়ের (Prasanna Kumar Roy) ১৬৩ কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এজেন্সি।তালিকায় রয়েছে একাধিক হোটেল, রিসর্টও। শনিবার ইডির (ED) তরফে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে। বাজেয়াপ্ত করা সম্পত্তি প্রসন্ন ও তাঁর স্ত্রী কাজল সোনি রায়ের নামে রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

নিয়োগ মামলায় প্রথম থেকেই ‘মিডলম্যান’ চিহ্নিত করা হয়েছিল অভিযুক্ত প্রসন্নকে। তাঁর মাধ্যমেই টাকা এদিক ওদিক করা হতো বলে সন্দেহ ED আধিকারিকদের। দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার মাধ্যমে এসব কাজ করা হতো বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এই কোম্পানির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ অভিযুক্তের নিজের সম্পত্তি এবং এই সংস্থার মিলিয়ে মোট ৫৪৪ কোটি ৮০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। প্রসন্ন এই মুহূর্তে সংশোধনাগারে রয়েছেন। এসএসসি মামলার প্রাথমিকভাবে তিনি সিবিআই-এর (CBI) হাতে গ্রেফতার হলেও পরবর্তীতে আর্থিক দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে। তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠদের মোট ২৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। চার্জশিটে ইডির (ED) দাবি, অ্যাকাউন্টগুলিতে ৭২ কোটি টাকা লেনদেন হয়েছে। তদন্তে নেমে প্রসন্নের বিভিন্ন সংস্থায় ২৬ কোটি ১ লক্ষ ৮৯ হাজার ৬৭২ টাকার খোঁজ পায় ইডি। প্রসন্নের দাবি, এই সম্পূর্ণ টাকা কৃষিকাজের সূত্রে তিনি আয় করেছেন। যদিও ইডির দাবি অভিযুক্তির জমিতে কোনও চাষবাস হয়নি, পাশাপাশি তাঁর স্ত্রীর কোনও আয়ের উৎস নেই বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। নিয়োগ সংক্রান্ত টাকাই বিভিন্ন অ্যাকাউন্টে রেখেছিলেন প্রসন্ন, অনুমান ইডির।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...