Thursday, August 28, 2025

নয়ডায় আন্তর্জাতিক মাদকচক্রের পর্দাফাঁস এনসিবির, গ্রেফতার তিহারের ওয়ার্ডেন সহ ৩

Date:

Share post:

জাতীয় রাজধানী দিল্লি লাগোয়া গ্রেটার নয়ডায় একটি বেআইনি মেথামফেটামিন উৎপাদন পরীক্ষাগারকে ধ্বংস করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ঘটনাস্থল থেকে তিহার জেলের ওয়ার্ডেন, দিল্লির এক ব্যবসায়ী এবং মুম্বইয়ের এক রসায়নবিদকে আটক করেছে এনসিবি। সেইসঙ্গে ৯৫ কেজি ড্রাগ আটক করা হয়েছে।

এনসিবি জানিয়েছে, এটি মেক্সিকান ড্রাগ কার্টেল। কার্টেল ডি জালিস্কো নুয়েভা জেনারেশনের সদস্যদের সাথে যুক্ত একটি গোপন মেথামফেটামিন উৎপাদন পরীক্ষাগার। এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং বলেছেন, মুম্বই-ভিত্তিক একজন রসায়নবিদ এবং তিহাড় জেলের এক ওয়ার্ডেন সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এনসিবি একজন মেক্সিকান নাগরিকের সন্ধানে রয়েছে, যিনি সন্দেহভাজন কার্টেল ডি জালিস্কো নুয়েভা জেনারেশনের সদস্য। এই ব্যক্তি দিল্লিতে বসবাস করছিলেন এবং ড্রাগের বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল। জ্ঞানেশ্বর সিং বলেন, দিল্লি এনসিআরে মেথামফেটামিন এর মতো কৃত্রিম ওষুধ তৈরির করে অন্যান্য দেশে রফতানির পাশাপাশি ভারতে সেবনের জন্য একটি পরীক্ষাগার স্থাপন করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে গ্রেটার নয়ডার কাসানা শিল্প এলাকার একটি কারখানায় অনুসন্ধান অভিযান চালিয়ে কঠিন এবং তরল আকারে প্রায় ৯৫ কেজি মেথামফেটামিন পাওয়া যায়। অ্যাসিটোন, সোডিয়াম হাইড্রক্সাইড, মিথিলিন ক্লোরাইড, প্রিমিয়াম গ্রেড ইথানল, টলুইন, রেড ফসফরাস, ইথাইল অ্যাসিটেট ইত্যাদি রাসায়নিক এবং উত্পাদনের জন্য আমদানি করা যন্ত্রপাতিও মিলেছে।

দিল্লি পুলিশের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এর ওয়েবসাইট অনুসারে, কার্টেল ডি জালিস্কো নুয়েভা জেনারসিয়ন বিশ্বের পাঁচটি সবচেয়ে বিপজ্জনক ট্রান্সন্যাশনাল অপরাধী সংস্থার একটি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে টন কোকেন, মেথামফেটামিন এবং ফেন্টানাইল-লেসড হেরোইন পাচারের জন্য দায়ী। খোদ রাজধানী সংলগ্ন এলাকায় এই চক্রের হদিশ পেয়ে উদ্বেগে প্রশাসন।

আরও পড়ুন- মুরগির মাংসের চাহিদা মেটাতে উদ্যোগী রাজ্য, কল্যাণীতে তৈরি হচ্ছে অত্যাধুনিক প্রক্রিয়াকরণ কেন্দ্র

spot_img

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...