Monday, January 12, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হল চালসার প্রায় দেড় কিলোমিটার রাস্তা

Date:

Share post:

উত্তরবঙ্গের লোকসভা ভোটের প্রচারে এসে চালসার একটি বেসরকারি হোটেলে দু দফায় টানা ১১ দিন ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময় তিনি চালসা গৈরিগাঁওয়ের  মার্সি ফেলোশিপ চার্চে গিয়ে ডুয়ার্সের বিভিন্ন চার্চের ফাদার ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। হোটেল থেকে পাহাড়ি  বেহাল রাস্তায় ওই চার্চে পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। ওই সময় চার্চের তরফে মুখ্যমন্ত্রীর কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী দ্রুত সেই রাস্তা তৈরির জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। তারপরেই জোর কদমে শুরু হয় রাস্তার কাজ। সম্প্রতি সেই রাস্তার কাজ শেষ হয়েছে।

বর্তমানে এলাকাবাসী ঝাঁ চকচকে সেই রাস্তা ব্যবহার করছেন। এই রাস্তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পথশ্রী প্রকল্পের অন্তর্গত পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন বিভাগের তরফে ৪৪ লক্ষ ৬৭ হাজার ১৫৬ টাকা ব্যয়ে ১.৩৩৫ কিলোমিটার রাস্তার নির্মাণ করা হয়েছে। চালসা রেলগেট থেকে গৈরিগাঁওয়ের মার্সি ফেলোশিপ চার্চ পর্যন্ত তৈরি করা হয়েছে ওই রাস্তা। মার্সি ফেলাসিপ চার্চের ফাদার বিনোদ শর্মা বলেন, লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী চার্চে আসার সময় আমরা মুখ্যমন্ত্রীকে বেহাল রাস্তার কথা জানিয়েছিলাম। অবশেষে রাস্তা নতুন করে তৈরি করা হয়েছে। এলাকার পঞ্চায়েত সদস্য ইগনিস টিজ্ঞা বলেন, মুখ্যমন্ত্রীকে গ্রামবাসীরা রাস্তা তৈরি আবেদন জানিয়েছিলেন। সেই অনুযায়ী খুব সুন্দরভাবে তৈরি হয়েছে রাস্তা। স্বাভাবিকভাবে খুশি এলাকার মানুষ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

জমজমাট ভদ্রেশ্বর গোল্ড কাপ ফাইনাল, বর্ধমান মাতালেন বাইচুং-ব্যারেটো

যুব দিবসের দিনে বর্ধমান মাতালেন বাইচুং-ব্যারেটো। লালবাবা রাইস আয়োজিত ভদ্রেশ্বর গোল্ড কাপে(Bhadredeswar Gold Cup) জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হল...

সোফিয়ার সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, জানুন পাত্রী পরিচয়

জল্পনায় সিলমোহর। আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের(Sophie Shine) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)।  ইনস্টাগ্রামে পোস্ট করে...

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...