নভেম্বরেও বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের (Weather Department)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হচ্ছে। এর ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। উপকূলবর্তী জেলায় মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হবে। আগামী ৪-৫ দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার উপকূলবর্তী এলাকায় বৃষ্টির মাত্রা বাড়তে পারে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মূলত উত্তর-মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যাঁরা মাছ ধরতে যান তাঁদের জন্যই এই সতর্কতা। বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে সকালের দিকে কিছু কিছু এলাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গে আগামী ৪-৫ দিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিমের জেলায় জেলায় পারদ পতন শুরু হয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩০ ডিগ্রি পর্যন্ত। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রাতের দিকে কুয়াশার দাপট থাকবে।
