ভারতীয় কুস্তিকে বাঁচাতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করলেন কুস্তিগির সাক্ষী মালিক। সাক্ষীর মতে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতির পদ থেকে ব্রিজভূষণ শরণ সিং পদত্যাগ করলেও, এখনও সংস্থার দখল ব্রিজভূষণের হাতেই রয়েছে। সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীয়াকে অনুরোধ করেছেন ব্রিজভূষণের হাত থেকে ভারতীয় কুস্তিকে বাঁচাতে।

এই নিয়ে সাক্ষী বলেন,” গত বছর থেকেই ব্রিজভূষণ ও তাঁর অধীনে থাকা কুস্তি সংস্থা কীভাবে কুস্তিগিরদের সমস্যায় ফেলেছে তা গোটা দেশ দেখেছে। আমরা প্রতিবাদ করায় হেনস্থা করা হয়েছে। বাধ্য হয়ে আমি কুস্তি ছেড়েছি। তারপরে কেন্দ্রীয় সরকার কুস্তি সংস্থাকে নিলম্বিত করেছে। কিন্তু কুস্তি সংস্থা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর কাছে আমার অনুরোধ, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন।” এখানেই না থেমে সাক্ষী আরও বলেন,” সরকার নিলম্বিত করার পরও কুস্তি সংস্থা কী ভাবে নিজেদের কাজ চালায়? হাই কোর্টও কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে। কিন্তু ওরা কোনও নির্দেশই শুনছে না। আদালত যখন প্রশ্ন করছে তখন ওরা কুস্তিগিরদের এগিয়ে দিচ্ছে। ওদের ভবিষ্যতের কথা বলে সময় নিচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আপনার যদি মনে হয় কুস্তি সংস্থার অধীনে মহিলা কুস্তিগিরেরা সুরক্ষিত থাকবে তাহলে ওদের কাজ করতে দিন। নইলে পদক্ষেপ করুন। ভারতীয় কুস্তিকে বাঁচান।” সাক্ষীর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বা আদালতের কোনও নির্দেশ কুস্তি সংস্থা মানছে না। এখন কুস্তি সংস্থার মাথায় রয়েছেন ব্রিজভূষণ-ঘনিষ্ঠ সঞ্জয় সিং। তিনিও একই কাজ করছেন বলে অভিযোগ সাক্ষীর।

আরও পড়ুন- সত্যিই কি খেলিফ পুরুষ? মেডিক্যাল রিপোর্ট ফাঁস হতেই আদালতে অলিম্পিক্সে পদক জয়ী বক্সার
