Sunday, November 2, 2025

নিশ্চিত হার জেনেই খুনের রাজনীতি, অর্জুনের দিকে আঙুল তুললেন পার্থ

Date:

Share post:

ভোটে এবারও হার যে স্রেফ সময়ের অপেক্ষা তা বুঝে গিয়েছে বিজেপি। রাজনৈতিকভাবে হেরে গিয়ে বিজেপি তাই খুনের রাজনীতির পথেই হাঁটল। ভাটপাড়ায় (Bhatpara) চায়ের দোকানে গুলি করে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে খুনের ঘটনায় সরাসরি বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) দিকে আঙুল তুললেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)।

অর্জুনের বিরুদ্ধে সোচ্চার হয়ে বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick) বলেন, নৈহাটি বিধানসভার উপনির্বাচন চলাকালীনই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে গুলি করে খুন করল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এতেই প্রমাণিত অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। রাজনীতিতে আর কূল-কিনারা পাচ্ছেন না তিনি। তাই ভাড়াটে গুন্ডা দিয়ে ভোটের দিন নির্মমভাবে খুন করানো হল তৃণমূল নেতাকে। ভোটে নিশ্চিত হার জেনেই শান্ত বারাকপুরকে অশান্ত করার চেষ্টা করছে। খুন, গুলি, বোমাবাজি করে নৈহাটিতে ভয়ের পরিবেশ করে জিততে চাইছে বিজেপি। মানুষ এর যোগ্য জবাব দেবে। যোগ্য জবাব দেবে ভোট বাক্সেই। পার্থ বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশকে আমরা অনুরোধ করেছি, তৃণমূল নেতা খুনে যারা যারা যুক্ত, অবিলম্বে তাদের গ্রেফতার করে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।

নৈহাটিতে (Naihati) ভোটগ্রহণের মাঝে ভাটপাড়ায় গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল নেতা অশোক সাউ (Ashoke Shaw)। এদিন সকালে ভাটপাড়ার পালঘাট রোডের এক চায়ের দোকানে তিনি বসেছিলেন। তাঁকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা পায়ে হেঁটে ধীরে সুস্থে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে অশোককে লক্ষ্য করে গুলি করে। তারপর বোমাবাজি করতে করতে তারা পালিয়ে যায়। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এই ঘটনার সঙ্গে ভোটের কোনও যোগ নেই।

spot_img

Related articles

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...