Wednesday, November 12, 2025

ফের বিতর্কে টাইসন, রিং-এ নামার আগেই প্রতিপক্ষকে চড় কিংবদন্তি বক্সারের

Date:

Share post:

টাইসন আছেন টাইসনেই। ৫৮ বছর বয়সে ফের বক্সিং রিং-এ ফিরছেন মাইক টাইসন । আর রিং-এ ফিরেই ফের বিতর্কে তারকা বক্সার। ম্যাচের আগেই প্রতিপক্ষকে চড় মেরে বসলেন কিংবদন্তি বক্সার।

ফের বক্সিং-এ নামছেন মাইক টাইসন। প্রতিপক্ষ ২৭ বছর বয়সী জেক পল। আর সেই ম্যাচের আগেই প্রতিপক্ষকে চড় মেরে বসলেন কিংবদন্তি বক্সার। তবে এবারই প্রথম নয়, এর আগেও প্রতিপক্ষের কানে কামড় দিয়েছিলেন টাইসন। তবে এবার তা করেননি তিনি। শুধু চড় মেরেই খান্ত থেকেছেন টাইসন।

শনিবার ভারতীয় সময় অনুযায়ী ভোরে এই লড়াই হওয়ার কথা। নেটফ্লিক্সে দেখানো হবে এই ম্যাচ। তার আগে শুক্রবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই ঘটে এই ঘটনা। এক মহিলা সাংবাদিক টাইসনকে জিজ্ঞাসা করেন, ‘তিনি হেরে গেলে কী হবে?’ এই প্রশ্ন করতেই সাংবাদিকের দিকে পাল্টা বক্তব্য করে তাকান ৫৮ বছরের বক্সার। তার পরেই হঠাৎ পলকে চড় মেরে বসেন টাইসন। তার পরেই তিনি উত্তরে বলেন, ‘কথা শেষ।’ চড় খাওয়ার পরেও দমেননি পল। টাইসনকে তাতাতে থাকেন তিনি। তবে মঞ্চে থাকা নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ফেলায় আর বিপত্তি হয়নি।

আগেও বিতর্ক হয়েছে টাইসনকে নিয়ে। ১৯৯৭ সালে একটি ম্যাচ চলাকালীন প্রতিদ্বন্দ্বী ইভান্ডার হোলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন টাইসন। ফলে তাঁকে সেই ম্যাচ থেকে বাতিল করে দেওয়া হয়। রিংয়ে আক্রমণাত্মক খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনে বার বার বিতর্কে জড়িয়েছেন টাইসন।

১৯৯২ সালে ধর্ষণে দোষী প্রমাণিত হওয়ায় ছ’বছরের জেল হয়েছিল টাইসনের। জেল থেকে ফিরে আবার বক্সিং শুরু করেন টাইসন। ২০০৫ সালে অবসর নিয়েছিলেন তিনি। তবে বিতর্ক থেকে দূরে থাকতে পারেননি। ২০২২ সালে বিমানের মধ্যে এক সহযাত্রীকে মেরেছিলেন। এ বার তালিকায় এবার যুক্ত হল প্রতিপক্ষকে চড় মারাও।

আরও পড়ুন- কেন লখনউ ছাড়ছেন রাহুল? সামনে এল আসল কারণ

 

spot_img

Related articles

গুজবের মুখে ছাই, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাতসকালেই বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র 

২৪ ঘণ্টা আগে এতক্ষণে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। কিন্তু বলিউডের 'হি ম্যান' রোগ, শারীরিক অসুস্থতার ভিলেনকে পরাজিত...

চিকিৎসায় মিলেছে সাড়া, প্রেম চোপড়ার শারীরিক অবস্থার উন্নতি 

ভারতীয় বিনোদন জগতের হি-ম্যান ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগের মধ্যেই বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) শারীরিক অসুস্থতার...

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...