Sunday, November 9, 2025

সার্ভে ঘিরে ধুন্ধুমার! যোগীরাজ্যে ‘পুলিশের গুলিতে’ তিন মৃত্যুর অভিযোগ

Date:

Share post:

যোগীরাজ্যে বিক্ষোভ থামাতে পুলিশের গুলি। অভিযোগ পুলিশের গুলিতে মৃত্যু হয় তিন যুবকের। উত্তরপ্রদেশের (Uttarpradesh) সম্ভলে রবিবার পুলিশকে লক্ষ্য করে ব্যাপক পাথরবৃষ্টির অভিযোগও উঠেছে। মসজিদের সার্ভে (survey) করাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হলেও পুলিশ গুলি চালায়নি বলেই দাবি করেছে উত্তরপ্রদেশ প্রশাসন।

রবিবার সকালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আদালতের নির্দেশে সার্ভে শুরু হয় সম্ভলের (Sambhal) শাহি জামা মসজিদের (Shahi Jama Masjid)। এই মসজিদ নিয়ে মামলায় দাবি করা হয়েছিল, মন্দির ভেঙে মোঘল আমলে এই মসজিদ নির্মাণ হয়েছিল। তারই সার্ভে করতে যান আধিকারিকরা। সেই সময় তিনদিক থেকে পাথর ছোঁড়ার (stone pelting) অভিযোগ করে পুলিশ। অন্তত ৩০০ মানুষ পুলিশ ও সার্ভের কর্মীদের ঘিরে ধরে বলে অভিযোগ। বিগত কয়েকদিন ধরেই মসজিদ নিয়ে মামলা ঘিরে এলাকায় উত্তাপ বাড়ছিল। রবিবার সেই পরিস্থিতি চরমে পৌঁছায়।

পাল্টা টিয়ার গ্যাসের (tear gas) সেল ফাটায় পুলিশ। তার মধ্যেও জারি থাকে সার্ভের কাজ। পরিস্থিতি শান্ত হলে এলাকাতেই তিন যুবককে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। একাধিক ভিডিওতে (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) দেখা যায় পুলিশকে বন্দুক হাতে গুলি চালাতেও। পরিস্থিতি সামলাতে এলাকা থেকে অন্তত ১৮ জনকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। তিন যুবকের মৃত্যুর পরে স্থানীয়দের দাবি পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তাঁদের। যদিও মৃত্যুর কারণ জানায়নি উত্তরপ্রদেশ পুলিশ (UP Police)।

জানা গিয়েছে তাঁদের নাম নৌমান, বিলাল ও নইম। তবে পুলিশের দাবি পাথর হামলায় ৩০ পুলিশ কর্মী আহত হয়েছেন। অন্তত দশটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনিতেই সম্ভলের মসজিদ নিয়ে শুরু হয়েছিল টানাপোড়েন। এবার মৃত্যুর ঘটনায় রাজনৈতিক নেতারাও এবার মাঠে নামলেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের দাবি, এলাকায় শান্তি বজায় থাকুক। সেই সঙ্গে বিচার পাক সাধারণ মানুষ।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...