আজ বিধানসভায় মমতা, দুপুরে রওনা দেবেন ঝাড়খণ্ডে

বিধানসভার শীতকালীন অধিবেশনে (Assembly Session) আজ প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, দুপুরে বিধানসভা থেকেই দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি। ঝাড়খণ্ডে নিজের গদি ধরে রাখা হেমন্ত সোরেনের (Hemant Soren) মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন বাংলার প্রশাসনিক প্রধান।

সম্প্রতি ঝাড়খণ্ডে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছে হেমন্ত সোরেনের জেএমএম নেতৃত্বাধীন জোট সরকার। আজ মুখ্যমন্ত্রী হিসাবে হেমন্তের শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেখানে যোগ দিতে যাবেন মমতা। জানা যাচ্ছে বিকেল চারটে নাগাদ অনুষ্ঠান হবে। বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও ইন্ডিয়া জোটের একাধিক সদস্য এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে খবর। এদিন রাতেই কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।