Thursday, August 21, 2025

এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলটের রহস্যমৃত্যু, গ্রেফতার প্রেমিক

Date:

Share post:

এয়ার ইন্ডিয়ার এক মহিলা পাইলটের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। তার প্রেমিককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীর পরিবারের অভিযোগ, যুবক তাকে নানা ভাবে হেনস্থা করতেন। এমনকি, তরুণীকে নিরামিষ খাওয়া শুরু করতেও বাধ্য করেছিলেন।

জানা গিয়েছে, সৃষ্টি তুলি নামের ২৫ বছরের তরুণী এয়ার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিমান চালাতেন। উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন মুম্বইতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানেই আদিত্য পণ্ডিতের সঙ্গে তার আলাপ হয়। দু’জনের মধ্যে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। সম্প্রতি মুম্বইয়ের ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মোবাইলের চার্জারের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি, প্রাথমিক ভাবে তেমনটাই মনে করছে পুলিশ।

মৃতের পরিবার এফআইআরে দাবি করেছে, তরুণীকে রীতিমতো হেনস্থা করতেন যুবক। ইচ্ছার বিরুদ্ধে তাঁকে একাধিক কাজ করতে বাধ্য করতেন তিনি। আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবার খাওয়া প্রেমিকের কথাতেই শুরু করেছিলেন ওই তরুণী, অভিযোগ পরিবারের। তাদের বক্তব্য, প্রেমিকের কারণেই তরুণী মানসিক অবসাদে ভুগতেন, যার ফলে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। গ্রেফতার করা হয় যুবককে।

ঘটনার সময় তরুণীর প্রেমিক দিল্লি যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ৷ সেইসময় সৃষ্টি তাকে ফোন করে জানান, যে তিনি আত্মহত্যা করবেন ৷ এমন ফোন পেয়ে মাঝপথেই তড়িঘড়ি আদিত্য ফিরে এলেও শেষরক্ষা হয়নি ৷ ঝুলন্ত অবস্থায় পাইলটের দেহ উদ্ধার হয় আন্ধেরির ফ্ল্যাটে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...