চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল মানতে নারাজ পাক বোর্ড, আইসিসিকে চিঠি পিসিবির : সূত্র

এই নিয়ে এক সংবাদসংস্থাকে পিসিবি-র এক সূত্র বলেছেন, “কয়েক ঘণ্টা আগেই আইসিসি-কে সরকারি ভাবে হাইব্রিড মডেলের প্রসঙ্গ না তোলার কথা জানিয়ে দিয়েছে পিসিবি।

২০২৫-এ বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে বসার কথা এই টুর্নামেন্ট। তবে ইতিমধ্যে বিসিসিআই জানিয়ে দিয়েছে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারতীয় দল। জানা গিয়েছিল, ভারতীয় ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলের প্রস্তাব দেয়। আর সূত্রের খবর , এই হাইব্রিড মডেল মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, বৃহস্পতিবার আইসিসি-কে এই নিয়ে চিঠি লিখেছে পিসিবি। তাদের আবেদন, শুক্রবারের বৈঠকে যেন এই বিষয়ে কোনও আলোচনা না করে আইসিসি। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটাতেই শুক্রবার আপৎকালীন বৈঠক ডেকেছে আইসিসি।

এই নিয়ে এক সংবাদসংস্থাকে পিসিবি-র এক সূত্র বলেছেন, “কয়েক ঘণ্টা আগেই আইসিসি-কে সরকারি ভাবে হাইব্রিড মডেলের প্রসঙ্গ না তোলার কথা জানিয়ে দিয়েছে পিসিবি। তবে একথাও জানিয়েছিল, যদি এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করা হয় এবং ভারত পাকিস্তানে না আসে, তাহলে ২০৩১ পর্যন্ত যে ক’টা আইসিসি-র প্রতিযোগিতা ভারতে আয়োজিত হবে সবক’টায় পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে।“ পিসিবির দাবি, পাকিস্তানে খেলতে না যাওয়ার ব্যাপারে ভারত সরকার যে নির্দেশিকা দিয়েছে সেটা তারা দেখেনি। আইসিসি-র নিয়ম অনুযায়ী সেটি দেখাতেই হয়। পাশাপাশি কারণ ব্যাখ্যা করে জানাতে হয় কেন সেই দেশ খেলতে যাবে না।

‘হাইব্রিড মডেল’ অনুযায়ী, ভারত তাদের ম্যাচগুলি অন্য দেশে গিয়ে খেলবে। যেমনটা হয়েছিল গত এশিয়া কাপে। তবে পাকিস্তান সেই মডেল কিছুতেই মানতে রাজি নয়।

আরও পড়ুন- যশস্বীর খেলায় মুগ্ধ অজি এই অলরাউন্ডার , করলেন সতর্ক