Sunday, November 9, 2025

ডায়মন্ড হারবারজুড়ে ২৮০টি স্বাস্থ্য শিবির, দেশের মধ্যে দৃষ্টান্ত ‘সেবাশ্রয়’: সূচনা অভিষেকের

Date:

Share post:

১২০০ চিকিৎসক নিয়ে নিজের লোকসভা কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত ‘সেবাশ্রয়’ কর্মসূচির সূচনা করলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২ জানুয়ারি থেকে ৭৫ দিন সেখানকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির চলবে। ৭টি বিধানসভায় এক একটিতে ১০দিন ধরে শিবির চলবে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হবে। ওষুধ দেওয়া হবে। ৭০ দিনে ২৮০টি ক্যাম্প হবে। শেষ ৫দিন দুয়ারে স্বাস্থ্য পরিষেবা হিসেবে সব শিবিরে ফলোআপ শিবির হবে। এটা শুধু রাজ্য নয়, দেশের মধ্যে একটা দৃষ্টান্ত- জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। একই সঙ্গে তিনি জানান, পয়লা বৈশাখের আগে পরে কলকাতায় ৫০০০ ডাক্তারদের নিয়ে কনভেনশন করবেন। শনিবার, আমতলার মঞ্চ থেকে আর জি করেরর তরুণী চিকিৎসক-পড়ুয়ার মৃত্যুতে শোকপালন করা হয়।

এদিনের মঞ্চ থেকে ‘ডায়মন্ড হারবার মডেলে’র উল্লেখ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, কেউ কেউ ব্যঙ্গ করে ডায়মন্ড হারবার মডেল বলে। কিন্তু আমরা কী কাজ করেছি তা প্রতি বছর পুস্তিকা প্রকাশ করে সম্পূর্ণ খতিয়ান দিয়েছি। ৫৮৮০ কোটি টাকার কাজ হয়েছে তাঁর লোকসভা কেন্দ্রে- জানান সাংসদ। এদিনের মঞ্চ থেকে কোভিডের সময়ে ডায়মন্ড হারবারে নজিরবিহীন পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের কুর্নিশ জানান।

আরও খবর: ওয়াকফ বিল সংশোধনের নামে ধর্মীয় ঐক্যে আঘাতের ষড়যন্ত্র কেন্দ্রের! প্রতিরোধের ডাক তৃণমূলের

‘সেবাশ্রয়’ চলবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। ১ বৈশাখের আগে বা পরে কলকাতায় ৫ হাজার চিকিৎসকদের নিয়ে সম্মেলন করব। স্বাস্থ্য শিবিরে চিকিৎসকদের অভূতপূর্ব সাড়া মিলিছে।  ১২০০ চিকিৎসক এদিনের সম্মেলনে যোগ দেন। অভিষেকের কথায়, এ এক মহৎ কর্মযজ্ঞ। ৭০ দিনে ৭টি বিধানসভা কভার করব। ২৮০টি ক্যাম্পের ফলোআপ হবে শেষ ৫দিন। তখন সব জায়গায় একসঙ্গে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা হবে। ১২টি হাসপাতালে প্রয়োজন মতো রেফার করা হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, আমি একা কাজে বিশ্বাস করি না। আমি সবাইকে নিয়ে কাজে বিশ্বাস করি। কেউ একা কাজ করতে পারে না।

জন্ম থেকে মৃত্যু মানব জীবনে জড়িয়ে ডাক্তার। তাঁদের সুরক্ষায় হেল্প লাইন নম্বর জানান অভিষেক। বলেন, এক ডাকে অভিষেক- এ ফোন করে চিকিৎসকরা নিরাপত্তা জনিত সমস্যা জানাতে পারবেন।

অভিষেক জানান, নিজের নির্বাচনী কেন্দ্রে মেগা সম্মেলন করে এই কর্মসূচির শুরু করলেন। এর পরে কলকাতাতেও ৫০০০ জন ডাক্তারকে নিয়ে কনভেনশন করবেন।








spot_img

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...