Sunday, November 9, 2025

স্বর্ণমন্দিরে চলল গুলি! পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা

Date:

Share post:

সাতসকালেই গুলি চলল অমৃতসরের স্বর্ণমন্দিরে (Golden Temple)। পঞ্জাবের (Punjab) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শিরোমণি অকালি দলের (Shiromoni Akali Dal) নেতা সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে এক দুষ্কৃতী গুলি (Shoot out) চালায় বলে অভিযোগ। বুধবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্বর্ণমন্দিরের প্রবেশ পথে এই হামলা করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে যায় বন্দুকবাজ। বরাতজোরে বেঁচে গিয়েছেন সুখবীর। তিনি নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছে পঞ্জাব পুলিশ।

স্বর্ণমন্দিরের বাইরে শাস্তিস্বরূপ কাজ করছিলেন সুখবীর। ছিলেন অকালি দলের নেতারাও। তখনই অতর্কিতে হামলা চলে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পালিয়ে যাওয়ার সময় অকালি দলের নেতা ও স্থানীয় জনতা ধরে ফেলে আততায়ীকে। ধৃত হামলাকারীর নাম নারাইন সিং চৌরা। বাব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন জঙ্গি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ১৯৮৪ সালে পাকিস্তানে চলে যায়। তারপর সেখান থেকে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক চালান দিত পঞ্জাবে। বুরালি জেলভাঙা মামলায় অভিযুক্ত এই জঙ্গি ইতিমধ্যেই পঞ্জাবে জেলও খেটেছে। গেরিয়া যুদ্ধ নিয়ে সে একটি বইও লেখে। এই হামলা প্রসঙ্গে পঞ্জাবের আপ সরকারে বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে শিরোমণি অকালি দলের প্রাক্তন সাংসদ নরেশ গুজরাল। তিনি বলেন, এই হামলার তীব্র নিন্দা করছি। এই ঘটনা প্রমাণ করে পঞ্জাবে অপরাধীরা অবাধ বিচরণ করছে। দিনদুপুরে স্বর্ণমন্দিরের মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাচ্ছে বন্দুকবাজ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে নেমে গিয়েছে। পঞ্জাবের মানুষ দেখতে পাচ্ছেন কী শোচনীয় অবস্থা। স্বর্ণমন্দিরে (Golden Temple) চত্বরে কীভাবে হামলা চালানো হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ যে, সুখবীর সিং বাদল (Sukhbir Singh Badal) এ যাত্রায় রক্ষা পেয়েছেন, তাঁর কোনও ক্ষতি হয়নি। তিনি নিরাপদে রয়েছেন।

 

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...