Saturday, August 23, 2025

মগরায় পুলিশের গাড়ি লক্ষ্য করে পরপর বোমা, ধৃত দুই দুষ্কৃতী

Date:

Share post:

চলছিল নাকা চেকিং।কারণ, একদল ডাকাতের খবর ছিল পুলিশের কাছে।ত্রিবেনী কালিতলার কাছে এসে প্রায় ধরেও ফেলেছিল দুষ্কৃতীদের।সেই সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে পরপর বোমা হামলা করে দুষ্কৃতীরা। ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ কর্মী।চারজনের মধ্যে দুজন পালাতে পারলেও, দুজন পুলিশের জালে ধরা পড়ে।আটক করা হয়েছে দু’টি বাইক। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।

ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ। পূর্ব বর্ধমানের কালনার দিক থেকে দু’টি বাইক নিয়ে পালাচ্ছিল চার দুষ্কৃতী। ডাকাতি করে পালাচ্ছে খবর পায় পুলিশ। হুগলির মগরা থানার পুলিশ পালপাড়ার কাছে নাকা তল্লাশি শুরু করে। সেই সময় দু’টি নম্বর প্লেটহীন বাইকে করে চার দুষ্কৃতী কল্যানী ব্রিজের দিকে যাচ্ছিল। পুলিশ গাড়ি দাঁড় করাতে বলে। কিন্তু দুষ্কৃতীরা দ্রুত গতিতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের পিছু ধাওয়া করে।বিটিপিএস টাউনশিপ গেটে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। আর টি মোবাইল ভ্যান থেকে অন্য পুলিশদের সতর্ক করে দেওয়া হয়।

পুলিশ কালিতলা ব্রিজের কাছে রাস্তা আটকায় দুষ্কৃতীদের। ব্রিজের উপর বিপরীত দিক থেকে একটা গাড়ি সামনে এসে যাওয়ায় বাইক নিয়ে রেলিংয়ে ধাক্কা মারে দুষ্কৃতীরা। পিছনে চলে আসে পুলিশের ভ্যান। দুষ্কৃতীদের কাছে ছিল ব্যাগ ভর্তি বোমা। সেই ব্যাগ তারা ছুঁড়ে মারে গাড়ির সামনে। দু’জন পুলিশ কর্মী আহত হন। সাব ইন্সপেক্টর আকাশ দাস গাড়ি থেকে নেমে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন। ধ্বস্তাধস্তিতে দু’জনই ব্রিজের নীচে পড়ে যান।পুলিশ জানিয়েছে, দু’টি বাইক উদ্ধার হয়েছে। প্রথমে একজনকে ধরা হয়েছিল, পরে আরও একজনকে ধরা হয়। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। দুষ্কৃতীরা কালনার দিক থেকে এসেছিল।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...