Monday, August 25, 2025

চেন্নাইয়ান বধের জন্য ফিট সাউলকে ধরেই ঘুঁটি সাজাচ্ছেন অস্কার

Date:

Share post:

শনিবার আইএসএল-এর ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের সামনে চেন্নাইয়ান এফসি। তবে সেই ম্যাচের আগে স্বস্তি ইস্টবেঙ্গলে। স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোর আপাতত ফিটনেস সমস্যা নেই। পেশির টান অনুভব করায় মঙ্গলবার অনুশীলনের মাঝপথে মাঠ ছেড়েছিলেন। কোচ অস্কার ব্রুজো কোনও ঝুঁকি নেননি। তবে বুধবার মাঠে এসে প্রথমে রিহ্যাব সেরে পরে সতীর্থদের সঙ্গে বল নিয়ে অনুশীলন করেন সাউল। তাঁকে ধরেই চেন্নাইয়ান বধের অঙ্ক অস্কারের।

ইস্টবেঙ্গল কোচ ফিটনেস ট্রেনিংয়ের পর ফুটবলারদের তিনভাগে ভাগ করে সিচ্যুয়েশন প্র্যাকটিস করান। সেখানে পাসিংয়ে জোর দেওয়া হয়। কয়েকটি টাচে গোল করার মহড়াও চলে ফুটবলারদের। শেষে ম্যাচ পরিস্থিতি তৈরি করেও অনুশীলন হয়। সেখানে আক্রমণে জোর দেওয়া হয়। গোল বেশি হচ্ছে না। একটি গোল করে তা ধরে রাখার পরীক্ষা দিতে হচ্ছে ডিফেন্ডারদের। স্ট্রাইকারদেরও নিচে নেমে রক্ষণ সামলাতে হচ্ছে।
স্ট্রাইকাররা গোলের ব্যবধান বাড়ালে রক্ষণের উপর চাপ কম পড়বে। তাই অস্কার গোলের সামনে ফিনিশিংয়ে জোর দিচ্ছেন। বুধবার দিমিত্রিয়স দিয়ামানতাকোস, মাধি তালালরা গোল করার মহড়া সারলেন। নর্থইস্ট ইউনাইটেডেকে হারিয়ে এবারের আইএসএলে প্রথম জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। সেই আত্মবিশ্বাস নিয়েই চেন্নাইয়ানকে তাদের মাঠে হারিয়ে জয়ের ছন্দ ধরে রাখতে চায় লাল-হলুদ ব্রিগেড।

আগের ম্যাচে লাল কার্ডের নির্বাসন থাকায় নন্দকুমার ও নাওরেম মহেশ ছিলেন না। দুই সেরা উইঙ্গারের পরিবর্ত হিসেবে খেলে টিমকে ভরসা দিয়েছেন জিকসন সিং ও পি ভি বিষ্ণু। ইস্টবেঙ্গল কোচ উইনিং কম্বিনেশনেই আস্থা রাখতে চাইছেন। বুধবার অনুশীলনে দেখা গিয়েছে নর্থইস্ট ম্যাচের প্রথম এগারোকেই পরখ করে নিলেন অস্কার। শুধু আগের ম্যাচে লাল কার্ড দেখা লালচুংনুঙ্গার জায়গায় এদিন লেফট ব্যাকে প্রভাত লাকরাকে দেখে নিলেন লাল-হলুদ কোচ।

আরও পড়ুন- দ্বিতীয় টেস্টে কে করবে ওপেন ? মুখ খুললেন রোহিত


spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...