আমেরিকায় স্কুলে গুলি! মৃত ৩, আত্মঘাতী ছাত্রী

গুলি (firing) চালানোর ঘটনার সময় স্কুলে প্রায় ৪০০ পড়ুয়া উপস্থিত ছিল। কিন্তু ওই ছাত্রী কেন এমন ঘটনা ঘটালো তার তদন্তে পরিবারের সঙ্গে কথা বলছে ম্যাডিসন পুলিশ

ফের একবার বন্দুকবাজের আতঙ্ক ফিরলো আমেরিকায় (USA)। একটি স্কুলের ভিতর গুলি (firing) চালানোর ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল তিনজনের। আহত অন্তত সাতজন। পরে নিজে সেই বন্দুক থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হয় অভিযুক্ত ছাত্রী।

উইসকনসিন-এর (Wisconsin) ম্যাডিসন পুলিশ জানিয়েছে, সোমবার স্কুল শুরু হওয়ার কিছুক্ষণ পরে স্কুলেরই এক ছাত্রীর এমার্জেন্সি ফোন (emergency call) পায় পুলিশ। সেই মতো স্কুলে পৌঁছে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে বেশ কিছু পড়ুয়া। সেই সঙ্গে আতঙ্ক ছড়ায় অ্যাবানডান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে।

এরপরই উদ্ধার হয় ১৫ বছর বয়সী আততায়ীর দেহ। স্কুলেরই ছাত্রী হওয়ায় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও পুলিশের সমস্যা হয়নি। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ২ পড়ুয়ার অবস্থা গুরুতর বলে জানা যায়।

গুলি (firing) চালানোর ঘটনার সময় স্কুলে প্রায় ৪০০ পড়ুয়া উপস্থিত ছিল। কিন্তু ওই ছাত্রী কেন এমন ঘটনা ঘটালো তার তদন্তে পরিবারের সঙ্গে কথা বলছে ম্যাডিসন পুলিশ (Madison police)।