রদবদল রাজ্য প্রশাসনের সচিব পর্যায়ে, নতুন দায়িত্ব বিবেক কুমারকে

ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (WBTDCL) দায়িত্ব দেওয়া হল অভিষেক কুমার তিওয়ারি, হিডকোর (HIDCO) দায়িত্বে শশাঙ্ক শেঠি

রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিক রদবদলের বিজ্ঞপ্তি জারি হল প্রশাসনের তরফে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ (Department of Health and Family Welfare) বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব সামলাবেন ২০১৬ ব্যাচের আইএএস বিবেক কুমার। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (WBTDCL) দায়িত্ব দেওয়া হল অভিষেক কুমার তিওয়ারি, হিডকোর (HIDCO) দায়িত্বে শশাঙ্ক শেঠিকে আনা হয়েছে।

অপ্রচলিত ও পুনঃব্যবহারযোগ্য শক্তি উৎস বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ইয়েলুচুরি রত্নাকরা রাওকে। কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং প্রেসিডেন্সি বিভাগের বিভাগীয় কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন জগদীশ প্রসাদ মীনা (J P Meena, IAS)। কারা প্রশাসনের বিভাগের সচিবের দায়িত্বে আনা হয়েছে আইপিএস ডাঃ রাজেশ কুমারকে। একই সঙ্গে পরিবেশ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত মুখ্য সচিব রোশনি সেনকে।