ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের । এদিন তৃতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬০ রানে জয় পেল টিম ইন্ডিয়া । ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং স্মৃতি মান্ধনার। ৭৭ রান করেন তিনি । ৫৪ রান করেন রিচা ঘোষ । এই জয়ের ফলে সিরিজে ২-১ জিতল ভারতীয় দল।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২১৭ রান করে টিম ইন্ডিয়া। ৭৭ রান করেন স্মৃতি । জেমাইমা করেন ৩৯ রান । ৫৪ রান করেন বাংলার রিচা ঘোষ । ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন হেনরি, দেন্দ্রা, অ্যালেন এবং আফি ।

জবাবে ব্যাট করতে নেমে ১৫৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ । ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়াই চালান হেনরি । ৪৩ রান করেন তিনি। অধিনায়ক ম্যাথিউ করেন ২২ রান । টিম ইন্ডিয়ার হয়ে ৪ উইকেট রাধা যাদবের । একটি করে উইকেট রেণুকা সিং, সাজনা, তিতাস সাধু এবং দীপ্তি শর্মা ।

আরও পড়ুন- মরশুমের মাঝপথেই ধাক্কা লাল-হলুদের, চোটের কারণে ছিটকে গেলেন তালাল

–

—

–

—

–

—

–

—

–
