Monday, November 17, 2025

মমতার নির্দেশে আম্বেদকর ইস্যুতে এবার পথে নেমে প্রতিবাদ জানাবে তৃণমূল

Date:

Share post:

ভারতীয় সংবিধানের প্রণেতা বিআর আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদে এবার পথে নামছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায়, কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার।রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেন, এখন এক ফ্যাশন হয়েছে আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…। এত বার যদি ভগবানের নাম নিতেন তবে সাত জন্ম স্বর্গবাস হত। তার আরও সংযোজন, ১০০ বার আম্বেদকরের নাম নেওয়া হয়। কিন্তু আমি বলতে চাই, তার প্রতি আপনাদের অনুভূতি কী? জওহরলাল নেহরুর সঙ্গে আম্বেদকরের অনেক মত পার্থক্য ছিল। সেই কারণে নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।

এই মন্তব্যের প্রতিবাদে সংসদের বাইরে আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। লোকসভায় সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে। এমনকী তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মমতার দাবি, সংবিধান প্রণেতা বাবাসাহেবকে অপমান করেছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার! সংবিধানবিরোধী বিজেপি বারংবার মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনে চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিতবিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে।

মমতার দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের মর্যাদাকে নষ্ট করেছেন। তার কথায়, শুধুমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটা আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর আঘাত। দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা।সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে যে বক্তব্য রেখেছেন, তাতে সমালোচনার ঝড় থামছেই না। তৃণমূল আগেও এনিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে। সংসদে দাঁড়িয়ে আলাদাভাবে প্রতিবাদ জানিয়েছেন সাংসদরা। –

 

spot_img

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...