Tuesday, August 26, 2025

আজ লাল-হলুদের সামনে জামশেদপুর, তিন পয়েন্ট লক্ষ্য অস্কারের

Date:

Share post:

আইএসএল-এ আজ পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠে আজ লাল-হলুদের সামনে জামশেদপুর এফসি । পাঞ্জাবের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থেকেও চার গোল দিয়ে জয় ছিনিয়ে নেওয়ার আত্মবিশ্বাসে লাল-হলুদ শিবিরের পরিবেশটাই বদলে গিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই শনিবার যুবভারতীতে ঘরের মাঠে খালিদ জামিলের জামশেদপুর এফসি-কে হারিয়ে লিগ টেবলে আরও উপরে উঠতে মরিয়া ইস্টবেঙ্গল। ১১ ম্যাচে ১০ পয়েন্টে থাকা অস্কার ব্রুজোর দল শনিবার জিতলে উঠে আসবে ১০ নম্বরে। প্রথম ছয়ে থাকার স্বপ্ন এখন মশালবাহিনীর। তবে ছ’নম্বরে থাকা খালিদের দলও শক্তিশালী। তাই সতর্ক অস্কারবাহিনী।

জামশেদপুরের বিরুদ্ধে শক্তি বাড়িয়ে নামছে ইস্টবেঙ্গল। লাল কার্ডের নির্বাসন কাটিয়ে ফিরছেন জিকসন সিং। আগের ম্যাচে চোট পেলেও নাওরেম মহেশের খেলতে সমস্যা নেই। সুস্থ দিমিত্রিয়স দিয়ামানতাকোস। তবে তাঁকে হয়তো পরের দিকে নামাতে পারেন ইস্টবেঙ্গল কোচ। শুক্রবারও চুটিয়ে অনুশীলন করেছেন দিমি। ছোট পাস ও সিচুয়েশন প্র্যাকটিসে জোর দেন অস্কার। নন্দকুমারের জন্মদিন পালন করা হয় কেক কেটে।

জিকসনরা ফিরলেও পাঞ্জাব ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছেন অস্কার। তিনি বলেন, ‘‘অকারণে আমি প্রথম একাদশে বদল আনার পক্ষপাতী নই। দিমি, মহেশ, জিকসনরা ভালই অনুশীলন করেছে। ১৮ জনের স্কোয়াডে থাকবে। তবে ওদের কখন কীভাবে ব্যবহার করব, সেটা এখনও সিদ্ধান্ত নিইনি।’’

প্রথম ছয়ে থাকতে হলে ঘরের মাঠে জামশেদপুরকে হারাতেই হবে ক্লেটন সিলভাদের। ইস্টবেঙ্গল কোচের লক্ষ্য তিন পয়েন্ট। প্রতিপক্ষকে সমীহ করে অস্কার বলছেন, ‘‘জামশেদপুর লিগ টেবলে ভাল জায়গায় থাকলেও ওরা সেই ছন্দে নেই। আমরাও সমস্যার মধ্যে রয়েছি। ওরা হয়তো এগিয়ে আছে, কিন্তু মাঠে আমরা দেখিয়ে দিতে চাই কারা আসলে ফেভারিট। আমাদের পরিকল্পনা তৈরি।’’ বাস্তববাদী ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘‘আমাদের জামশেদপুরের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা রয়েছে। তাহলে পয়েন্ট তালিকায় উপরে উঠব। আশা করি, যেভাবে চেয়েছি সেভাবেই বছরটা শেষ করতে পারব। প্রথম ছয়ে শেষ করাই আসল লক্ষ্য।’’

আরও পড়ুন-অ্যাওয়ে ম্যাচে হার মোহনবাগানের, গোয়ার কাছে হারল ১-২ গোলে

 

 

 

 

spot_img

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...