Wednesday, November 12, 2025

কলকাতা পুলিশের তৎপরতায়  শহরে উদ্ধার কোকেন-সহ নিষিদ্ধ মাদক, ধৃত ২

Date:

Share post:

বড়দিন দরজায় কড়া নাড়ছে।তারপরই বছর শেষের উৎসব। আর এই উৎসবের আবহে মাদক উদ্ধার শহরে।কলকাতা্ পুলিশের দাবি, বর্ষবরণের উৎসবে শহরের বিভিন্ন জায়গায় এইসব মাদক (Drug) পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। কলকাতা পুলিশের (Kolkata Police) তৎপরতাতেই নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে ফিল্মি কায়দায় শহরের দুই জায়গায় হানা দেয় পুলিশের দু’টি পৃথক দল। আর তাতেই উদ্ধার হয় নিষিদ্ধ মাদক। পাশাপাশি, দু’জন পাচারকারীও পুলিশের জালে আটক হয়েছে বলে জানা গিয়েছে।কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কলকাতা পুলিশের মাদক দমন শাখা (Narcotics) শহরের দুটি আলাদা আলাদা জায়গায় হানা দেয়। তারপর পঞ্চসায়ের এলাকার একটি বহুতল আবাসন থেকে পারভেজ আলি নামে একজনকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে কোকেন সহ একাধিক নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সার্ভে পার্ক থানা এলাকায় বাইপাসের ধারে আরেকটি বড়িতে হানা দিয়ে বেশ কিছু নিষিদ্ধ মাদক উদ্ধার করে পুলিশ। এর জন্য লিলুয়ার বাসিন্দা প্রসেনজিৎ রায় ওরফে অর্ঘ্যকে ফ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই দুই ঘটনার সঙ্গে কোনও বড় মাদকচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।কলকাতা পুলিশ জানিয়েছে, ধৃত দু’জন একে অন্যের পরিচিত। তারা বিগত দু বছর ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। তারা অড়িশা থেকে মাদক নিয়ে আসত এবং শহরের বিভিন্ন জায়গায় তা পাচার করত। পাচারে ব্যবহার করা হত বিভিন্ন বাইক পরিবহন সংস্থার বাইক। এই দুই যুবককে ময়ঙ্ক নামে এক ওড়িয়া ব্যক্তি মাদক সাপ্লাই করত বলে জানা গিয়েছে। তবে ধৃতদের সঙ্গে বড় কোনও মাদক চক্রেরে যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...