মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট (Bandra West, Mumbai) এলাকায় সঙ্গীতশিল্পী শানের (Singer Shaan) আবাসনে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দশটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত পৌনে দুটো নাগাদ এই ঘটনাটি ঘটেছে। শান (Shaan) বা তাঁর পরিবারের সদস্যরা সেই সময় ফ্ল্যাটে ছিলেন কিনা জানা যায়নি। তবে আবাসনের এক আশি বছর বয়সী বৃদ্ধা ধোঁয়ার জেরে দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। আর কোনও হতাহতের খবর মেলেনি।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দ্রুত আবাসনে পৌঁছে যান দমকল এবং বিপর্যয়ের বাহিনীর কর্মীরা। সাত তলা থেকে আগুনের ফুলকি বেরতে দেখা যায়। দ্রুত অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। আবাসনের বিদ্যুৎ যোগাযোগে কোনও সমস্যা ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে খবর। যদিও শানের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই দুর্ঘটনা সংক্রান্ত কোনও অফিশিয়াল বিবৃতিও দেওয়া হয়নি।

–

–

–

–

–

–

–

–

–