Wednesday, August 20, 2025

স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ও কার্যকারিতায় দেশ-সেরা, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে বাংলা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এগিয়ে চলেছে বাংলা। দেশের হয়ে সর্বাধিক ১২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী প্রতিনিধিত্ব করছে বাংলা থেকে। স্বনির্ভর গোষ্ঠীর সাফল্যের খতিয়ানে এক কথায় নজির গড়েছে পশ্চিমবঙ্গ। স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ও কার্যকারিতায় দেশের মধ্যে দখল করেছে শীর্ষস্থান।

তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্বনির্ভর গোষ্ঠীর সাফল্যের সেই খতিয়ান তুলে ধরেছে। পরিসংখ্যান ও তথ্য অনুযায়ী WBSRLM-এর অধীনে তৈরি হয়েছে ১১.৮ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী। ১.২ কোটি মহিলা সেইসব স্বনির্ভর গোষ্ঠীতে কর্মরত। শুধু এই সংখ্যার বিচারই শ্রেষ্ঠত্বের আসন অর্জন করেনি বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বনির্ভর গোষ্ঠীর কার্যকারিতাতেও এক নম্বর স্থান অর্জন করেছে।

পরিসংখ্যান বলছে, স্বনির্ভর গোষ্ঠীগুলিতে রিভলভিং ফান্ড ১৬৮.৯৪ কোটি টাকা। সেই টাকা বিতরণ করা হয়েছে মোট ৬,৪৫,৯৬০টি স্বনির্ভর গোষ্ঠীকে। এছাড়াও কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড অর্থাৎ সিআইএফ হিসেবে প্রদান করা হয়েছে ২,৯০১.৬৩ কোটি টাকা। তা প্রদান করা হয়েছে ২,৭১,১৫২টি স্বনির্ভর গোষ্ঠীকে। ব্যাঙ্ক ঋণ বিতরণ করা হয়েছে ১৩,৯৪৫.৯৬ কোটি টাকার। এখন পর্যন্ত ৬,৬৫,০৩৪টি স্বনির্ভর গোষ্ঠীকে এই ঋণ দেওয়া হয়েছে। জাগো স্কিমে ৫,০০০ টাকার নিঃশর্ত আর্থিক সাহায্য পেয়েছেন ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী। এই সহায়তায় উপকৃত হয়েছেন ১ কোটি মহিলা।

এখানেই শেষ নয়, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে। রাজ্যে মোট ৫১,৯০০টি স্বনির্ভর গোষ্ঠী ২ সেট করে ইউনিফর্ম সরবরাহ করেছে। ৮৩,০৩৯টি স্কুলের ১.১৬ কোটি ছাত্র-ছাত্রী পেয়েছে সেই ইউনিফর্ম। আইসিডিএস প্রকল্পে খাদ্য সামগ্রী সরবরাহের জন্য ৩১২টি স্বনির্ভর গোষ্ঠীকে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে ৫০টি খাদ্য ছায়া ইউনিট।

এছাড়া বিক্রয় কৌশলেও বাংলা রেকর্ড গড়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য চালু করা হয়েছে সৃষ্টিশ্রী প্রকল্প। পণ্য বিক্রয়ের জন্য ১৬টি জেলায় ‘সৃষ্টিশ্রী’ আউটলেট স্থাপন করা হয়েছে।

‘পশ্চিমবঙ্গ স্বরোজগার সহায়ক প্রকল্প’-এর অধীনে ১,০০,৬৫৯টি স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হয়েছে ৩০ কোটি টাকা। ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান’ প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে। এই প্রকল্পে কর্মসংস্থান বাড়বে। ২২টি জেলা-স্তরীয় এবং ১টি রাজ্য-স্তরীয় মেলা সংগঠিত হচ্ছে। সেজন্য বরাদ্দ করা হয়েছে ২.৬৪ কোটি টাকা। এভাবেই স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ও কার্যকারিতায় অন্যান্য রাজ্যকে টেক্কা দিয়ে বাংলায় এগিয়ে চলেছে উন্নয়নের শিখরে।

আরও পড়ুন- বড়দিনে বাংলা জুড়ে ‘উষ্ণ’ প্রকৃতি, বর্ষবিদায়েও কি থাকবে বর্ষার ছোঁয়া!

 

 

spot_img

Related articles

স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়ের। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে...

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...