Tuesday, November 11, 2025

ভোজপুরি লোকগায়িকা দেবীকে গান গাওয়ার সময় হেনস্থা বিজেপি নেতাদের

Date:

Share post:

বিজেপি নেতাদের চূড়ান্ত অসভ্যতা ! গত ২৫ ডিসেম্বর পাটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আয়োজিত একটি অনুষ্ঠানে ভোজপুরি লোকগায়িকা দেবী গান গাইবার সময় তার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। সেসময় মহাত্মা গান্ধীর প্রিয় ভজন, ‘রঘুপতি রাঘব রাজা রাম’ গাইছিলেন তিনি।গান্ধী এই ভজনের ঐতিহ্যবাহী কথাগুলি পরিবর্তন করে একটি নতুন পংক্তি যোগ করেছিলেন: ‘ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সন্মতি দে ভগবান’। এটি সারা ভারতজুড়ে অন্যতম বহুল গাওয়া এবং পূজনীয় ভজন।

তবে দেবী যখন এই পংক্তিটি গাইলেন, হলঘর জুড়ে জোরালো প্রতিবাদ ও বিদ্রূপ শোনা যায়।বিজেপি নেতারা, যার মধ্যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে ছিলেন, তার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেন এবং ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে থাকেন।এরপর গায়িকাকে নেতাদের দ্বারা ক্ষমা চাইতে বাধ্য করা হয়, যা তিনি অনিচ্ছাকৃতভাবে করেন। তবে ক্ষমা চাওয়ার আগে তিনি এই বিষয়টি তুলে ধরেন যে, তিনি বুঝতে পারছেন না কেন কেউ এমন একটি পংক্তির বিরোধিতা করতে পারেন, যা হিন্দুত্বের সেই বিশ্বাসকে প্রকাশ করে যে সমগ্র বিশ্ব তার পরিবার এবং ঈশ্বরের আশীর্বাদ সকল ধর্মের মানুষের জন্য।

অনুষ্ঠানটি গান্ধীর নামে প্রতিষ্ঠিত ‘বাপু সভাঘর’-এ অনুষ্ঠিত হয়েছিল।জাতীয় জনতা দলের নেতা লালু প্রসাদ যাদব এই ভজন থামানোর জন্য বিজেপিকে আক্রমণ করেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “সংঘীরা এবং বিজেপির লোকেরা ‘জয় সিয়ারাম, জয় সীতারাম’-এর নাম এবং স্লোগানকে ঘৃণা করে, কারণ এতে মা সীতার প্রশংসা করা হয়েছে। এই লোকেরা শুরু থেকেই নারীবিদ্বেষী এবং ‘জয় শ্রী রাম’ স্লোগানের মাধ্যমে তারা জনসংখ্যার অর্ধেক, অর্থাৎ নারীদের অবমাননা করে।

একটি অনুষ্ঠানে, গায়িকা দেবী বাপুর নামে নির্মিত অডিটোরিয়ামে বাপুর ভজন গাইলেন এবং ‘সীতারাম’ বললেন, তারপর ক্ষুদ্র মনের বিজেপি সদস্যরা তাকে ক্ষমা চাইতে বাধ্য করল এবং ‘জয় সীতারাম’-এর পরিবর্তে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে বাধ্য করল। কেন এই সংঘীরা নারীদের, এমনকি ‘সীতা মাতা’-কে অবমাননা করে?”

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...