বছর শেষে আজ, সোমবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে আসছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তার ঘেরাটোপে মোড়া হয়েছে দ্বীপাঞ্চল এবং আশপাশের এলাকা। সন্দেশখালি জুড়ে বসেছে মমতার ‘কাটআউট’। তৃণমূল বলছে, প্রতিশ্রুতি রাখতে সন্দেশখালি যাচ্ছেন দলনেত্রী।বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান জানান, মুখ্যমন্ত্রীর সভার জন্য সাধারণ পুলিশকর্মী এবং অফিসার মিলিয়ে প্রায় ৭০০ জন নিরাপত্তার দায়িত্ব থাকবেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাবেন। সভাস্থলের কাছেই তৈরি হয়েছে হেলিপ্যাড। রবিবার সেখানে হেলিকপ্টার নামার মহড়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা সভাস্থল ও লাগোয়া এলাকা পরিদর্শন করেন। মঞ্চের কাছে জড়ো করা হয়েছে সাইকেল-সহ নানা সামগ্রী।

পুলিশ সূত্রের খবর, প্রায় ৭০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ধামাখালি, তুষখালি, সন্দেশখালি, ভোলাখালি, খুলনা-সহ প্রতিটি জেটিঘাটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। সোমবার সকাল থেকেই জেটিঘাট দিয়ে প্রচুর মানুষ নদী পেরিয়ে প্রশাসনিক বৈঠকে আসবেন। এ জন্য বাইরে থেকেও আনা হয়েছে প্রচুর নৌকা এবং মাঝি। জলপথে নজরদারি চলবে। রাজ্য পুলিশের একাধিক লঞ্চ ও ‘রিকভারি বোট’ আনা হয়েছে সন্দেশখালি ও ধামাখালি জেটিঘাটে।

–

–

–

–

–

–

–

–
