দীর্ঘ ছ’বছরের অবসান। ৬ বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। সঞ্জয় সেনের হাত ধরে ২০১৬-১৭ মরশুমের পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বঙ্গ ব্রিগেড। ফাইনালে বাংলা কেরলকে হারাল ১-০ গোলে। বাংলার হয়ে একমাত্র গোল রবি হাঁসদার। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে গোল করেন রবি। আর এরপরই শুভেচ্ছার জোয়ারে ভাসতে শুরু করে বাংলা ব্রিগেড। বঙ্গ ব্রিগেডকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুভেচ্ছা জানান ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। শুভেচ্ছা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দোপাধ্যায় লেখেন, “ অনেক শুভেচ্ছা বাংলা ব্রিগেডকে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা। ৩৩ বার খেতাব জয় হল। অসাধারণ গোল করেছেন রবি হাঁসদা। অনেক অনেক অভিনন্দন কোচ সঞ্জয় সেনকে। এবং অধিনায়ক চাকু মান্ডিকে।“

After an 8-year wait, Bengal football begins 2025 on a triumphant note by reclaiming the prestigious Santosh Trophy for a record-breaking 33rd time!
This incredible victory was sealed by the sensational strike from Robi Hansda, who also earned the Golden Boot with a stunning…
— Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2024
ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “অনেক শুভেচ্ছা বাংলা দলকে। ৩৩ বার সন্তোস ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা। এই জয় আলাদা আনন্দ দিচ্ছে, কারণ DHFC-এর ছ’জন ফুটবলার। অনেক অকেক শুভেচ্ছা কোচ সঞ্জয় সেনকে।

Bengal has once again etched its name in history by clinching the Santosh Trophy for a record 33rd time, defeating Kerala in a hard-fought final with a solitary goal by Robi Hansda.
This victory feels personal as six players from Diamond Harbour Football Club (DHFC) – Naro Hari… https://t.co/QXP5TPKOtc
— Abhishek Banerjee (@abhishekaitc) December 31, 2024
এদিকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “ দীর্ঘ ৬ বছর পর সন্তোষ ট্রফি জিতল বাংলা। ৭৮তম সন্তোষ ট্রফিতে কেরালার মত শক্তিশালী দলকে হারিয়ে এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হল বাংলা। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরমেন্সের ফলেই এই জয়। বাংলা দলের কোচ, ফুটবলার ও কর্মকর্তাদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাংলাকে আবার ভারত সেরা করার জন্য। জয় বাংলা। “


আরও পড়ুন- সঞ্জয় সেনের হাত ধরে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা , বাংলার হয়ে গোল রবি হাঁসদার

–

–

–

–

–

–

–
–
–