Friday, July 4, 2025

নতুন বছরের প্রথম দিনেই নয়া রেকর্ড গড়লেন বুমরা

Date:

Share post:

২০২৪ সালে টেস্ট ক্রিকেটে অবিশ্বাস্য এক বছর কাটিয়েছেন যশপ্রীত বুমরা। ১৪.৯২ গড়ে ৭১ উইকেট।এই ভারতীয় পেসার ৭১ উইকেটের শেষ ৯টি পেয়েছেন মেলবোর্নে বক্সিং ডে টেস্টে। পারফরম্যান্সের স্বীকৃতি আইসিসির র‍্যাঙ্কিংয়েও পাচ্ছেন বুমরা। ২০২৪ সালের শেষ র‍্যাঙ্কিংয়ে ভারতীয় বোলারদের রেকর্ড রেটিং পয়েন্ট ছোঁয়ার পর ২০২৫ সালের প্রথম দিনে রেকর্ডটা একান্তই নিজের করে নিয়েছেন।টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে গত সপ্তাহে রবিচন্দ্রন অশ্বিন রেকর্ড ছুঁয়েছিলেন বিশ্বের এক নম্বর বোলার। বক্সিং ডে টেস্টের পারফরম্যান্সে ৩ পয়েন্ট বেড়ে বুমরার রেটিং পয়েন্ট এখন ৯০৭। রেটিং পয়েন্টের এই হিসেবে সর্বকালের ১৭তম স্থানে উঠে এলেন ২০২৪ আইসিসি বর্ষসেরা স্যার গারফিল্ড সোবার্স ট্রফি ও বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থাকা বুমরা।

বক্সিং ডের তিনটি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২ থেকে ১২ পর্যন্ত জায়গা ওলট–পালট করে দিয়েছে, পরিবর্তন এসেছে প্রতিটি ক্ষেত্রেই। অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড তিন থেকে দুইয়ে, প্যাট কামিন্স চার থেকে তিনে উঠেছেন। আগের সপ্তাহে দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা নেমে গিয়েছেন চারে। সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়া আরেক প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেন ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন পাঁচে। ইয়ানসেন এই প্রথম শীর্ষ পাঁচে জায়গা পেলেন।

তিন বছর পর টেস্ট ফেরা পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস র‍্যাঙ্কিংয়ে ফিরেই জায়গা পেয়েছেন ২৩তম স্থানে। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে পাকিস্তানকে অবিশ্বাস্য এক জয় এনে দেওয়ার খুব কাছে নিয়ে গিয়েছিলেন আব্বাস।ব্যাটিংয়ে ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান জো রুট ও হ্যারি ব্রুকই আছেন প্রথম ও দ্বিতীয় স্থানে। তিনে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। মেলবোর্নে দুই ইনিংসে ৮০ ছাড়ানো ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল এক ধাপ এগিয়ে উঠেছেন চারে। জয়সওয়ালকে জায়গা করে দিয়ে পাঁচে নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তিন ধাপ এগিয়ে পাকিস্তানের সৌদ শাকিল উঠেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ ছয় নম্বরে। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও তিন ধাপ এগিয়েছেন, উঠেছেন সাতে।অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স এগিয়েছেন অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও। চার ধাপ এগোনো কামিন্স এখন টেস্টে তৃতীয় সেরা অলরাউন্ডার। তাঁর ওপরে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (২য়) ও ভারতের রবীন্দ্র জাদেজা (১ম)।

 

spot_img

Related articles

তিনদিন টানা বৃষ্টি! ভিজবে কোন কোন জেলা জেনে নিন

পূর্বাভাস ছিলই। সেই মতো শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ আর বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ। কিছু জেলায় বেশি, তো কিছু...

ভোররাতে সাউথ ক্যালকাটা ল কলেজে পুলিশ! সঙ্গে অভিযুক্তরা

আইন কলেজের ধর্ষণের ঘটনায় অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে মূল ঘটনাকে মেলানোর কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে জারি রেখেছে কলকাতা পুলিশ...

দায়িত্ব নেননি সন্তানের, তবু সন্তানকেই মায়ের ভার দিল আদালত 

দায়িত্ব পালন করেননি মা। সন্তানকে ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু আদালতের চোখে এর পরেও সন্তান মায়ের দায়িত্ব অবহেলা করতে...

গুলিবিদ্ধ তৃণমূল কোচবিহার পঞ্চায়েত সমিতির সদস্য! অভিযুক্ত বিজেপি 

দলীয় কার্যালয় থেকে বেরোতেই পরপর পাঁচটি গুলি। বিজেপির দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন গুলিবিদ্ধ কোচবিহারের (Coochbihar) তৃণমূল...