Thursday, August 21, 2025

সিডনিতে খেলতে নেমে একাধিক রেকর্ড পন্থের, ভেঙে দিয়েছেন ৫০ বছর পুরনো নজির

Date:

Share post:

সিডনিতে চলছে বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচ। ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ভারত করেছে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট হতে দাপট দেখান ঋষভ পন্থ। ৬১ রান করেন তিনি। ইনিংস সাজান ৬টি চার এবং ৪ টি ছয় দিয়ে। আর এরই সুবাদে একাধিক নজির গড়লেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার।

এদিন পন্থ অর্ধশতরান করেন ২৯ বলে । আর এর সুবাদেই নজির গড়েন পন্থ। এদিন ২৯ বলে অর্ধশতরান করতেই, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এটি দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান হল। ২০১৭ সালে এই মাঠেই ডেভিড ওয়ার্নার পাকিস্তানের বিরুদ্ধে ১৭ বলে অর্ধশতরান করেছিলেন। তার পরেই চলে এলেন পন্থ। এছাড়া বিদেশি ব্যাটার হিসাবে দ্রুততম অর্ধশতরান করেছেন ভারতীয় উইকেটরক্ষক। এক্ষেত্রে ভেঙে দিয়েছেন ৫০ বছর পুরনো রেকর্ড। শেষ বার পারথে ১৯৭৫ সালে ৩৩ বলে অর্ধশতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার রয় ফ্রেডেরিক্স। আর এবার এই তালিকায় ঢুকে গেলেন পন্থ। টেস্টে দ্রুততম অর্ধশতরান করার তালিকায় প্রথম দুই স্থানেই ভারতীয় উইকেটরক্ষক। এর আগে ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮ বলে অর্ধশতরান করেছিলেন তিনি।

এছাড়াও এদিন আরও একটি নজির গড়েছেন পন্থ। ছয় মারার ব্যাপারেও রেকর্ড গড়েছেন ভারতীয় উইকেটরক্ষক। প্রথম ইনিংসে একটি ছয় মেরেছিলেন। দ্বিতীয় ইনিংসে চারটি ছয় মেরেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিত শর্মার মতোই ৫৬টি ছয় মারার নজির গড়লেন তিনি। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে ১৩তম ছয় মারেন ভারতীয় উইকেটরক্ষক। পেরিয়ে গেলেন ভিভ রিচার্ডস এবং ক্রিস গেইলকে।

আরও পড়ুন- স্ত্রীর ছবি মুছলেন চ্যাহাল, ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো ধনশ্রীর, জল্পনা বিবাহ বিচ্ছেদের

 

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...